ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরও ৭ কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন এ্যালায়েন্সের

প্রকাশিত: ০৩:৫৯, ৮ মার্চ ২০১৭

আরও ৭ কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন এ্যালায়েন্সের

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন করে আরও ৭টি পোশাক কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাতিল করেছে মার্কিন ক্রেতা জোট এ্যালায়েন্স। সময়মতো সংস্কার কাজ সম্পন্ন না করা ও অসহযোগিতার অভিযোগে এসব কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। সব মিলিয়ে এ তালিকায় কারখানার সংখ্যা দাঁড়াল ১৩৪টি। মঙ্গলবার এ্যালায়েন্সের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন করে ৭টি পোশাক কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এ্যালায়েন্স। অন্যদিকে, আরও ৬টি কারখানা সংস্কার কাজ সম্পন্ন করার তালিকায় যুক্ত হয়েছে। এ তালিকায় কারখানার সংখ্যা এখন ৬৬টি। এ্যালায়েন্সের কান্ট্রি ডিরেক্টর জেমস মরিয়ার্টি জানান, সংস্কার হওয়া কারখানার মধ্যে রয়েছে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ এবং ‘বেশি অগ্রাধিকার’ মেরামত কাজ। যেমন কলামের স্ট্রাকচারাল রেট্রোফিটিং এবং ফায়ারডোর স্থাপন। ২০১৮ সালের জুলাইয়ের মধ্যে সকল এ্যালায়েন্স কারখানায় ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ এবং ‘েবশি অগ্রাধিকার’ সংস্কার কাজ সম্পন্ন করার জোর প্রচেষ্টা অব্যাহত বলে জানান তিনি। প্রসঙ্গত, দেশের গার্মেন্টস কারখানার বৈদ্যুতিক, অগ্নি ও ভবনের কাঠামোগত সংস্কার তদারকির লক্ষ্যে ২০১৩ সালে গঠিত হয় এ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি। এটি এ্যালায়েন্স নামে পরিচিতি। প্রায় ৬শ’ কারখানার সংস্কার কাজ তদারক করছে এ জোট। এর বাইরে এ্যাকর্ড নামে ইউরোপের ক্রেতাদের সমন্বয়ে আলাদা একটি জোটও প্রায় দেড় হাজার কারখানার সংস্কার কাজ তদারক করছে। করসেবা বৃদ্ধিতে আয়কর ক্যাম্প চালুর নির্দেশ অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের সর্বক্ষেত্রে একটি রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার চলমান প্রয়াসের পাশাপাশি কাক্সিক্ষত করসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে নানামুখী উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই ধারাবাহিকতায় আয়কর ক্যাম্প চালু করার মাধ্যমে করসেবা জনগণের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। গত সোমবার কর অঞ্চল-৩, ঢাকার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন তিনি। ‘আশুগঞ্জ টার্মিনাল’ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ-ভারতের প্রতিনিধি দল স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ মঙ্গলবার আশুগঞ্জ উপজেলার চর চারতলায় প্রস্তাবিত ‘আশুগঞ্জ অভ্যন্তরীণ টার্মিনাল’ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ-ভারতের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্ম মহাপরিচালক ডিএম মজুমদার, বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী মাঈদুল ইসলাম, তত্ত্বাবধায় প্রকৌশলী সাজিদুর রহমান, ভারতীয় পানি সম্পদ ও নদী উন্নয়ন মন্ত্রণালয়ের পরার্মশক প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী জিতেন্দ্র কুমার, বিশেষজ্ঞ বিনোদ কুমার, আশুগঞ্জ বন্দর পরিদর্শক মোঃ শাহআলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। চলতি বছর ৭ লাখ এলইডি টিভি বিক্রি করবে ওয়ালটন অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বমান, সাশ্রুয়ী মূল্য এবং হাতের নাগালে আইএসও স্ট্যান্ডার্ড বিক্রয়োত্তর সেবাÑ প্রধানত এই তিন কারণেই ওয়ালটন এলইডি টিভির চাহিদা তুঙ্গে। অভ্যন্তরীণ বাজারে প্রায় প্রতিমাসেই বাড়ছে দেশীয় ব্র্যান্ডটির মার্কেট শেয়ার। গত বছর এলইডি টিভি বিক্রিতে ৩১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। চলতি বছর ৭ লাখ এলইডি টিভি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ওয়ালটন। যা গত বছরের চেয়ে ১০৩ শতাংশ বেশি। সূত্রমতে, নতুন নতুন প্রযুক্তির সংযোজন, উৎপাদন বৃদ্ধি, মানোন্নয়ন এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন মডেলের এলইডি টিভি বাজারে ছাড়ছে ওয়ালটন।
×