ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লাফার্জ সিমেন্টের নাম বদলেছে

প্রকাশিত: ০৩:৫৭, ৮ মার্চ ২০১৭

লাফার্জ সিমেন্টের নাম বদলেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের নাম বদল হয়েছে। কোম্পানিটির নতুন নাম হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ইতোমধ্যে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজের (আরজেসি) অনুমোদন মিলেছে। পুরনো নামের পরিবর্তে নতুন নাম অন্তর্ভুক্ত করতে কোম্পানিটি দুই স্টক এক্সেচেঞ্জে আবেদন করেছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। বিশ্বব্যাপী একীভূতকরণ কর্মসূচীর আওতায় বাংলাদেশেও একীভূত হয় তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড ও তালিকাবহির্ভূত কোম্পানি হোলসিম বাংলাদেশ লিমিটেড। লাফার্জ সুরমা লিমিটেড অপর কোম্পানি হোলসিমকে অধিগ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা প্রস্তাবিত নাম ‘লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড’ এর অনুমোদন দেয়। -অর্থনৈতিক রিপোর্টার শেফার্ড ইন্ডাস্ট্রিজের লেনদেন বুধবার সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেন শুরু হচ্ছে বুধবার। ওইদিন কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে পুঁজিবাজারে। ডিএসই ও ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ট্রেডিং কোড হবে ঝঐঊচঐঊজউ। আর কোম্পানি কোড হবে ১৭৪৭৪। এর আগে কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেয়া হয়। গত ৬ ফেব্রুয়ারি শেফার্ড ইন্ডাস্ট্রিজের লটারি সম্পন্ন হয়। কোম্পানিটি গত ৮ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত আইপিও আবেদন গ্রহণ করে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৮৯তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়। পুঁজিবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। আর এ লক্ষ্যে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করে কোম্পানিটি। যার মার্কেট লট নির্ধারণ করা হয় ৫০০টি শেয়ারে। -অর্থনৈতিক রিপোর্টার
×