ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৭ শতাংশ

প্রকাশিত: ০৩:৫৬, ৮ মার্চ ২০১৭

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৭ শতাংশ

অর্র্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। এদিন ডিএসইতে প্রায় ১৭ শতাংশ লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। দিনটিতে লঙ্কা বাংলার ফাইন্যান্সের মতো বড় মূলধনী কোম্পানি সার্বিক লেনদেনের নেতৃত্ব দিয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে এক হাজার ১২৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৬৬ কোটি ৪৮ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৯৬১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬২, কমেছে ১১৯ এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৩১ পয়েন্টে। এদিকে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ লঙ্কা বাংলা ফাইন্যান্স, জিপিএইচ ইস্পাত, ইসলামী ব্যাংক, পেনিনসুলা চট্টগ্রাম, বারাকা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, এ্যাপোলো ইস্পাত, সেন্ট্রাল ফার্মা, আরএসআরএম স্টিল ও বেক্সিমকো। ডিএসইর মঙ্গলবার দর বাড়ার শীর্ষে রয়েছে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। এদিন শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। ডিএসইর শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ১২৩ বারে ৮৬ লাখ ২০ হাজার ৮৭৮ শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ছিল ২৯ কোটি ২৪ লাখ টাকা। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফিন্যান্সিয়াল লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৯০ পয়সা বা ৫ দশমিক ৯৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ১১০ বারে ৩৮ লাখ ৬০ হাজার ৭৫৫ শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ৬ কোটি ৯ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা আলহাজ টেক্সটাইল মিলসের ১ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ দর বেড়েছে। অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, নর্দার্ন জুট, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইস্টল্যান্ড ইন্সু্যুরেন্স, আইপিডিসি, এটলাস বাংলাদেশ ও এনসিসি ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৬, কমেছে ৯৩ এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বেক্সিমকো ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এ্যাপোলো ইস্পাত, ইসলামী ব্যাংক, জিপিএইচ ইস্পাত, আইপিডিসি, বেক্সিমকো ও পেনিনসুলা চট্টগ্রাম।
×