ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন ঔপন্যাসিক পলা ফক্স আর নেই

প্রকাশিত: ০৩:৫১, ৮ মার্চ ২০১৭

মার্কিন ঔপন্যাসিক পলা ফক্স আর নেই

মার্কিন ঔপন্যাসিক ও শিশু সাহিত্যিক পলা ফক্স আর নেই। নিউইয়র্কের ব্রকুলিনে বাড়ির কাছের এক হাসপাতালে গত ১ মার্চ মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তার মেয়ে লিন্ডা ক্যারল বারাউদ নিউইয়র্ক টাইমসকে খবরটি নিশ্চিত করেন। খবর এএফপির। শিশুসাহিত্যিক হিসেবে বেশি পরিচিত পলা উপন্যাস লিখেও সাড়া জাগিয়েছেন। ‘দ্য কারেকসান্স’ এর লেখক জনাথন ফ্রাঞ্জেন ১৯৯৬ সালে হারপার্স ম্যাগাজিনে এক প্রবন্ধে তার ‘ডেসপারেট ক্যারেকটার্স’কে মাস্টারপিস উল্লেখ করে একে যুদ্ধোত্তর সেরা বাস্তবধর্মী উপন্যাস বলে বর্ণনা করেন। পলার নাতনী কোর্টনি লাভ জনপ্রিয় রক স্টার ও অভিনেত্রী। পলা ফক্সের জীবন খুবই ঘটনাবহুল ও সংগ্রামমুখর। দেয়াল টপকালেন রাজনীতিক মেক্সিকোর একজন রাজনীতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্তে বিভাজনকারী দেয়ালের ওপর চড়ে বসার একটি ভিডিও অনলাইনে প্রকাশ করেছেন। মেক্সিকোর কংগ্রেসের একজন ডেপুটি ব্রলিও গুয়েরা বলেছেন, এই ভিডিওটির মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন যে ওই সীমান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন একটি দেয়াল কোন কাজেই লাগবে না। -বিবিসি মহাকাশ পর্যটন মহাকাশ ভ্রমণে যেতে বিজ্ঞানীরা অনেক ধরনের যান ব্যবহার করলেও এবার ওয়ার্ল্ড ভিউ নামের একটি প্রতিষ্ঠান পর্যটকদের বেলুনের মাধ্যমে স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, এই ভ্রমণের অভিজ্ঞতা হবে রকেট কিংবা মহাকাশ বিমানের চাইতে আরামদায়ক এবং খরচও হবে কম। যদিও সমালোচকরা একে মহাকাশ ভ্রমণ বলতে নারাজ। -বিবিসি
×