ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার নৌবাহিনীর গুলিতে ভারতীয় জেলে নিহত

প্রকাশিত: ০৩:৫১, ৮ মার্চ ২০১৭

শ্রীলঙ্কার নৌবাহিনীর গুলিতে ভারতীয় জেলে নিহত

পক প্রণালীতে শ্রীলঙ্কা নিয়ন্ত্রিত কাটচাথিভু দ্বীপের কাছে শ্রীলঙ্কার নৌবাহিনী ভারতীয় এক জেলেকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে ভারতের মৎস্য বিভাগের কর্মকর্তারা। খবর এনডিটিভির। সোমবার সন্ধ্যায় একটি ইঞ্জিন নৌকায় করে নিহত বারিদগো অন্য জেলেদের সঙ্গে বিরোধপূর্ণ ওই ক্ষুদ্র দ্বীপটির কাছে মাছ ধরছিলেন। এ সময় সেখানে শ্রীলঙ্কা নৌবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে গুলিবর্ষণ করে বলে মৎস্য বিভাগের সহকারী পরিচালক কুলানচিনাথন জানিয়েছেন। নিহত বারিদগো (২২) তামিলনাড়ুর রামেশ্বরামের থানগাচিমাদাম এলাকার বাসিন্দা ছিলেন। ঘাড়ে বিদ্ধ গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে জানিয়েছেন কুলানচিনাথন। গুলিতে ২২ বছর বয়সী আরেক ভারতীয় জেলে সারাভানান আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। সারাভানানের পায়ে গুলি লেগেছে। গুলিবর্ষণের মুখে অন্যান্য জেলেরা পালিয়ে রাত সাড়ে ১২টার দিকে রামেশ্বরামের উপকূলে চলে আসে বলেও জানিয়েছেন তিনি। মসুলের প্রধান সরকারী ভবন ইরাকী বাহিনীর দখলে ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে মসুলের প্রধান সরকারী ভবনের দখল নিয়েছে ইরাকি বাহিনী। তবে আইএসের জঙ্গীদের সঙ্গে ইরাকী বাহিনীর যুদ্ধ অব্যাহত রয়েছে। খবর বিবিসির। মসুলের প্রধান শহরে ইরাকী বাহিনীর এ অগ্রগতির ফলে আইএসের বিরুদ্ধে যুদ্ধে সুবিধাজনক অবস্থান তৈরি হলো। প্রাচীন এ শহরে ঘনবসিত রয়েছে। এখনও সেখানে আইএসের জঙ্গীরা সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মসুল ছেড়ে পালিয়ে যাচ্ছে। মসুলের প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরাকে আইএসের সবশেষ শক্তিশালী ঘাঁটি হলো মসুল। জানুয়ারি মাসে এ শহরের পূর্বাংশ দখল করে নেয় ইরাকী বাহিনী। সরকারী ভবন দখলে নিতে সোমবার মধ্যরাতে হঠাৎ হামলা শুরু করে ইরাকী বাহিনী। এ হামলায় ভবনগুলো প্রায় ধূলিসাত হয়ে গেলেও একে আইএসের বিরুদ্ধে ইরাকী বাহিনীর কৌশলগত বিজয় হিসেবে দেখা হচ্ছে। রবিবার মসুলের পশ্চিমাংশে প্রবল অভিযান শুরু করে ইরাকী বাহিনী।
×