ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসের অভিযোগে ৮ জার্মান ডানপন্থীর বিচার শুরু

প্রকাশিত: ০৩:৫০, ৮ মার্চ ২০১৭

সন্ত্রাসের অভিযোগে ৮ জার্মান ডানপন্থীর বিচার শুরু

সন্ত্রাসের অভিযোগে জার্মান উগ্র ডানপন্থী গ্রুপের ৮ সদস্যের বিচার মঙ্গলবার শুরু হয়েছে। ২০১৫ শরণার্থীদের ও রাজনৈতিক বিরোধীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। খবর এএফপির। তথাকথিত এ ‘ফ্রেইটাল গ্রুপ’টি গঠিত হয়েছে ১৯ থেকে ৩৯ বছর বয়স্ক ৭ পুরুষ ও ২৮ বছর বয়সী ১ নারীকে নিয়ে। পূর্বাঞ্চলীয় ম্যাক্সলি রাজ্যের রাজধানী ড্রেসডেনের বাইরে তাদের হোমটাউনের নাম অনুসারে নামকরণ করা হয়েছে এ গ্রুপটির। ফ্রেইটাল গ্রুপ ২০১৫ জুলাই থেকে নবেম্বর পর্যন্ত শরণার্থী ও বামপন্থী সংস্থাগুলোর বিরুদ্ধে পাঁচটি বিস্ফোরক হামলা সংঘটিত করেছে। হামলায় আহত হয়েছে ২ জন। সন্ত্রাসী গ্রুপ গঠন, খুনের চেষ্টা ও শারীরিকভাবে মারাত্মক আহত করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ফেডারেল প্রসিকিউটররা গত নবেম্বরে বলেছেন, তারা এ তৎপরতা চালিয়ে এক শঙ্কা ও দমনমূলক পরিবেশের সৃষ্টি করতে চেয়েছে, প্রসিকিউটররা মামলাটি ড্রেসডেনে পাঠান। মামলাটি দীর্ঘদিন ধরে চলবে। এ প্রত্যাশায় কর্তৃপক্ষ কয়েকটি সংলগ্ন কারাকক্ষসহ বিশেষভাবে নির্মিত একটি আদালত কক্ষ নির্মাণের জন্য ৫০ লাখ ইউরো ব্যয় করেছে। কারাকক্ষটি নির্মাণ করা হয়েছে শহরের উপকণ্ঠে শরণার্থীদের অবস্থানের জন্য নির্মিত একটি অবকাঠামোতে। সাবেক কমিউনিস্ট শাসনামলের পূর্ব জার্মানিতে অভিবাসীবিরোধী ভাবাবেগ অত্যন্ত বেশি। কর্তৃপক্ষ তাই। মামলার শুনানির জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ড্রেসডেন বিশেষভাবে বিদেশীদের বিরুদ্ধে ভীতি ও ঘৃণা পোষণের এক স্থান। ইসলামবিরোধী আন্দোলন পেজিডার কেন্দ্র এ ড্রেসডেন। ফ্রেইটালে চরম বামপন্থী দল ডাই লিংকের নেতার গাড়িতে হামলার ঘটনার উল্লেখ রয়েছে মামলার অভিযোগপত্রে। ২০১৫ সালের ২৭ ও ২৮ জুলাইয়ের রাতে ওই হামলায় কেউ আহত হয়নি। গ্রুপ ১৯ ও ২০ সেপ্টেম্বরের রাতে এক শরণার্থী বাসস্থানের রান্নাঘরের জানালা দিয়ে একটি বিস্ফোরক ছুড়ে দেয়। বিস্ফোরণে জানালার কাচ টুকরো টুকরো হয়ে যায়। বাসিন্দারা অন্য কক্ষে অবস্থানের কারণে কেউ হতাহত হয়নি। তারা পরদিন রাতেও এক সামাজিক গৃহায়ণ প্রকল্পে পাথর ও ঘরে তৈরি বোমা নিক্ষেপ করে। এতে ১ জন বাসিন্দা আহত হন। ফ্রেইটাল গ্রুপ সর্বশেষ হামলা চালায় ৩১ অক্টোবর ও ১ নবেম্বর রাতে। ওই সময় শরণার্থীদের এক গৃহায়ণ কেন্দ্রের জানালা দিয়ে বিস্ফোরক নিক্ষেপ করা হয়। বিস্ময়করভাবে মাত্র ১ জন আহত হয়। পুলিশ ২০১৫ সালের শেষদিকে ফ্রেইটাল গ্রুপের সন্দেহভাজন ২ নেতৃত্ব প্রদানকারীকে গ্রেফতার করে। তাদের নাম টিমোএস ও প্যাট্রিক এফ। গ্রুপের অবশিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয় গত বছরের এপ্রিলে। ড্রেসডেনের প্রসিকিউটররা ওই সময় এ সন্ত্রাসী মামলাটি কেন্দ্রীয় তদন্তকারীদের কাছে হস্তান্তর করেন।
×