ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওবামাকেয়ারের ভর্তুকি ও করবিধির পরিবর্তন ঘটছে

ট্রাম্পকেয়ারের রূপরেখা প্রকাশ

প্রকাশিত: ০৩:৪৯, ৮ মার্চ ২০১৭

ট্রাম্পকেয়ারের রূপরেখা প্রকাশ

ট্রাম্পকেয়ারের রূপরেখা প্রকাশ করলেন রিপালিকান পার্টির সদস্যরা। ওবামাকেয়ার নামে পরিচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে গৃহীত স্বাস্থ্যসেবা সংস্কার আইন সংস্কারের উদ্যোগ নিয়েছেন রিপাবলিকানরা। প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা সোমবার এ আইন সংস্কারের বিষয়ে তাদের বহুল প্রত্যাশিত পরিকল্পনাটি প্রকাশ করেছেন। খবর এএফপির। দেশটির নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে সম্প্রতি যে ভাষণ দেন তাতে তিনি ওবামাকেয়ার বাতিল করবেন বলে জানিয়েছিলেন। ওবামাকেয়ারকে প্রতিস্থাপন করে রিপাবলিকানরা যে আইনটি আনতে যাচ্ছে তার নাম আমেরিকান হেলথ কেয়ার এ্যাক্ট। এতে ওবামার সূচিত সংস্কার কর্মসূচীর কয়েকটি মৌলিক বিষয়ে সংশোধনী আনা হচ্ছে, যার সঙ্গে ভর্তুকি ও করের সম্পর্ক রয়েছে। এছাড়া প্রস্তাবিত নতুন আইনে প্রত্যেক নাগরিকের জন্য বীমার বাধ্যবাধকতা প্রত্যাহার করে পরিবর্তে উন্মুক্ত বাজার থেকে এটি কেনার জন্য প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিনিধি পরিষদের জ্বালানি ও বাণিজ্য কমিটির চেয়ারম্যান গ্রেগ ওয়ালডেন বলেছেন, ‘ওবামাকেয়ার বছরের পর বছর প্রতিশ্রুতি ভঙ্গের পর আজ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সহজ কথায় বলতে গেলে, আমরা স্বাস্থ্যসেবা ব্যবস্থা আনতে চাই। তাতে আমলা নয়, রোগীকে অগ্রাধিকার দেয়া হয়েছে। ওবামাকেয়ার আমেরিকান জনগণকে যে জটিলতায় ফেলেছে, তা থেকে আমরা তাদের উদ্ধার করতে চাই।’ বহুল আলোচিত ওবামাকেয়ার ২০১০ সালে আইনে পরিণত হওয়ার পর থেকে এ নিয়ে রিপাবলিকান মহলে বিতর্ক চলে আসছিল। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে নেমেই এ আইন বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০১০ সালে ওবামা যখন ওই স্বাস্থ্যসেবা সংস্কার আইন পাস করান তখন কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ ছিল। এর সবচেয়ে ইতিবাচক দিক ছিল স্বাস্থ্য বীমার বাইরে থাকা দুই কোটি আমেরিকান বীমার আওতায় আসতে পেরেছিল। রিপাবলিকানদের কথা ছিল, স্বাস্থ্যসেবা সংস্কার আইন সরকারের খরচ বহুগুণে বাড়িয়েছে। আইনটি বহু মানুষকে কর্মহীন করেছে। ওবামাকেয়ার বেকারত্ব বাড়িয়েছে। ট্রাম্পকেয়ার নামে পরিচিত সংশোধিত ওবামাকেয়ারে বীমা ও পিতা-মাতার নির্ভরশীলতার নিয়মের সংশোধনের কথা অবশ্য বলা হয়নি। এছাড়া ট্রাম্পকেয়ারের বাস্তবায়নের খরচ কেমন হবে সেটিও ওই আইনে বলা হয়নি। এর আগে জানুয়ারিতে প্রতিনিধি পরিষদ ওবামাকেয়ার বাতিলে প্রথম পদক্ষেপ গ্রহণ করে। ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার আগেই প্রতিনিধি পরিষদে এ সম্পর্কিত প্রথম বিলটি ২২৭-১৯৮ ভোটে পাস হয়। তবে এর বদলে কী আসবে তা নিয়ে চিন্তাভাবনা চলে। শেষ পর্যন্ত রিপাবলিকানরা ট্রাম্পকেয়ারের রূপরেখা প্রকাশ করেন। তবে এর খরচ কী রকম হতে পারে তার কোন ধারণা তারা দেননি। নতুন পরিকল্পনার আওতায় মার্কিনীরা বছরে দুই থেকে ১৪ হাজার ডলার পর্যন্ত কর রেহাই পাবে।
×