ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদে এলজিআরডি মন্ত্রী

মামলা থাকায় ঢাকার ঝুঁকিপূর্ণ মার্কেট অপসারণ করা যাচ্ছে না

প্রকাশিত: ০৮:৪১, ৭ মার্চ ২০১৭

মামলা থাকায় ঢাকার ঝুঁকিপূর্ণ মার্কেট অপসারণ করা যাচ্ছে না

সংসদ রিপোর্টার ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, ২০১৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় টিম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মালিকানাধীন রাজধানীর ১৪টি মার্কেটকে ঝুঁকিপূর্ণ হিসেবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য প্রতিবেদন দাখিল করেছে। তবে এ ধরনের ঝুঁকিপূর্ণ মার্কেট অপসারণের বিরুদ্ধে প্রায় প্রতিটি ক্ষেত্রে মামলায় থাকায় অপসারণ কার্যক্রম বিলম্বিত হচ্ছে। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী আরও জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মালিকানাধীন ১৪ ঝুঁকিপূর্ণ মার্কেটের প্রত্যেক বরাদ্দ গ্রহীতা এবং মালিক সমিতির সভাপতি-সম্পাদককে লোড নিয়ন্ত্রণের জন্য চিঠি দেয়া হয়েছে। মার্কেটে কর্মরত কর্মকর্তা-কর্মচারী পর্যায়ে সতর্কতা অবলম্বনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। সংসদে দেয়া মন্ত্রীর তথ্যানুযায়ী ১৪টি ঝুঁকিপূর্ণ মার্কেট হচ্ছে- গুলশান (উত্তর) পাকা মার্কেট, গুলশান (উত্তর) কাঁচা মার্কেট, গুলশান (দক্ষিণ) পাকা মার্কেট, গুলশান (দক্ষিণ) কাঁটা মার্কেট, খিলগাঁও তালতলা সুপার মার্কেট, খিলগাঁও তালতলা কাঁচা মার্কেট, কাওরান বাজার ১নং ভবন মার্কেট, কাওরান বাজার ২নং ভবন মার্কেট, কাওরান বাজার কিচেন মার্কেট, কাওরান বাজার কাঁচামালের আড়ত মার্কেট, মোহাম্মদপুর টাউন হল পাকা মার্কেট, মোহাম্মদপুর টাউন হল কাঁচা মার্কেট, গাবতলী পান্তিক সুপার মার্কেট ও কলমি তলা কাঁচা মার্কেট।
×