ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক শূন্যতায় উগ্র জঙ্গীবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে ॥ সিপিবি

প্রকাশিত: ০৮:৪০, ৭ মার্চ ২০১৭

রাজনৈতিক শূন্যতায় উগ্র জঙ্গীবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে ॥ সিপিবি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, রাজনৈতিক শূন্যতা ও রাষ্ট্রের উদাসীনতার সুযোগ নিয়ে উগ্র জঙ্গীবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষের ঐক্যের বিকল্প নেই। সোমবার কমিউনিস্ট পার্টির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পল্টনস্থ মুক্তিভবনের সামনে সমাবেশ ও লালপতাকার মিছিল কর্মসূচীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ বুর্জোয়া রাজনীতির প্রতারণা ও অপশাসনে আজ অতিষ্ঠ। তারা এ যাঁতাকল থেকে মুক্ত হতে চায়। অসহনীয় পরিস্থিতিতে পরিবর্তন করার চ্যালেঞ্জ নিতে হবে বামপন্থীদের। পার্টির ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সাজেদুল হক রুবেল, সম্পাদকম-লীর সদস্য জাহিদ হোসেন খান, লুনা নূর প্রমুখ। সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল পল্টন, মতিঝিল ও গুলিস্তানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
×