ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাড্ডায় ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৭৫ পথচারীকে জরিমানা

প্রকাশিত: ০৮:৩৮, ৭ মার্চ ২০১৭

বাড্ডায় ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৭৫ পথচারীকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায় রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৭৫ পথচারীকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, পথচারীদের ফুটওভার ব্রিজ ও ফুটপাথ ব্যবহার নিরাপদ ও নির্বিঘœ রাখতে ডিএমপির ট্রাফিক উত্তরের বাড্ডা জোনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিনি জানান, ফুটপাথ ব্যবহার না করায় ৭৫ পথচারীকে ৪ হাজার ২০০ টাকার জরিমানা করা হয়েছে। দণ্ডবিধির ২৯০ ধারা মোতাবেক গণউপদ্রব সৃষ্টির দায়ে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।
×