ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় সাইবার অপরাধ বিষয়ে আন্তর্জাতিক কর্মশালা শুরু আজ

প্রকাশিত: ০৮:৩৭, ৭ মার্চ ২০১৭

ঢাকায় সাইবার অপরাধ বিষয়ে আন্তর্জাতিক কর্মশালা শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় দুই দিনব্যাপী সাইবার অপরাধ বিষয়ে আন্তর্জাতিক কর্মশালা শুরু হচ্ছে আজ। কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থা (সিটিও), ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহযোগিতায় ‘ডিজিটাল বাংলাদেশ-সাইবার অপরাধ, নিরাপদ ইন্টারনেট ও ব্রডব্যান্ড শীর্ষক কর্মশালায় সাইবার অপরাধ বিষয়ে ৯টি প্রেজেন্টেশন দেয়া হবে। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করবেন। কর্মশালায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার মহাসচিব শোলা টেইলর কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির মহাসচিব আরিওয়ান হাওরানসি ও বিটিআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ আহসান হাবিব খান কর্মশালায় বক্তব্য রাখবেন।
×