ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গলাচিপায় পৌর মেয়রসহ পাঁচ উপজেলায় আওয়ামী লীগ চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ০৮:২৬, ৭ মার্চ ২০১৭

গলাচিপায় পৌর মেয়রসহ পাঁচ উপজেলায় আওয়ামী লীগ চেয়ারম্যান নির্বাচিত

জনকণ্ঠ ডেস্ক ॥ পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় মেয়র, রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর, বরিশালের বানারীপাড়া, গৌরনদী ও পাবনার সুজানগর উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া কিশোরগঞ্জের হোসেনপুর, সিলেটের ওসমানীনগর, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও নীলফামারীর জলঢাকায় জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার পাঠানোÑ জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় মেয়র ও রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বেসরকারীভাবে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হয়েছেন। গলাচিপা মেয়র পদে আহসানুল হক তুহিন ও রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে মোঃ দেলোয়ার হোসেন বিজয়ী হয়েছেন। বরিশাল ॥ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে জেলার বানারীপাড়া ও গৌরনদী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝিরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৌরনদীতে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরী এক লাখ এক হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। পাবনা ॥ জেলার সুজানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের রোকন ৮৬ হাজার ৯৭২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। কিশোরগঞ্জ ॥ জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নির্বাচনী এলাকা জেলার হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সোমবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে সর্বশেষ প্রাপ্ত ফলে বিএনপি মনোনীত একক প্রার্থী মোঃ জহিরুল ইসলাম মবিন (ধানের শীষ) ২৭ হাজার ৩০২ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নীলফামারী ॥ জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পরাজয় ঘটেছে। এখানে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফয়সাল মুরাদ (টিউবওয়েল) ৪১ হাজার ৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। সিলেট ॥ দ্বন্দ্বের জন্য ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভরাডুবি হয়েছে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর। ৫২ কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ময়নুল হক চৌধুরী। সুনামগঞ্জ ॥ জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী আতাউর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ২৯৯১৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া, নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিজন কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মোছা. ফারজানা আক্তার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা ॥ আদর্শ সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল ৪৬ হাজার ৯৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। খাগড়াছড়ি ॥ গুঁইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উশোপ্রু মারমা বসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
×