ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় কনস্টেবলসহ নিহত ৪

প্রকাশিত: ০৮:০৪, ৭ মার্চ ২০১৭

রাজধানীতে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় কনস্টেবলসহ নিহত ৪

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথকস্থানে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। রাত দশটার দিকে শাহবাগে লেগুনা উল্টে দিদার হোসেন টিটু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তেজগাঁও শিল্পাঞ্চলে রাত আটটায় প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ীতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়েছে। শাহজাহানপুরে বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। মিরপুরে চাঁদাবাজির সময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়া পল্লবীতে অস্ত্রসহ এক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, বিমানবন্দর রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে বেল্লাল উদ্দিন (৩৫) নামে এপিবিএনের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার বাবার নাম মৃত মোসলেম উদ্দিন। বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। ২০ হাজার পিস ইয়াবা ॥ যাত্রাবাড়ীতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃতরা হলো সেলিম রেজা (৩৯) ও হাবিবুর রহমান (৩৮)। প্রতারণার অভিযোগে আটক ২ ॥ শাহজাহানপুরে বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা আত্মসাতের মামলায় দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এরা হলো মমিন মৃধা (১৯) ও হাসিবুল হাসান ফাহিম (১৯)। সোমবার তাদের আটক করা হয়। তিন চাঁদাবাজ গ্রেফতার ॥ মিরপুরে চাঁদাবাজির সময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হলো জীবন (২৯), ইলিয়াছ বেপারী (২৩) ও ফারুক ওরফে সাইফুল্লাহ (৩২)। তাদের কাছ থেকে আদায় করা এক লাখ ৩৮ হাজার ৭শ’ ৪০ টাকা জব্দ করা হয়। অস্ত্রসহ অপরাধী গ্রেফতার ॥ পল্লবীতে অস্ত্রসহ জসিম উদ্দিন ওরফে বোম জসিম নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এ সময় তার কাছ থেকে গুলিভর্তি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। জুরাইনে কাঠের মার্কেটে আগুন ॥ জুরাইনে কাঠের মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৩৫ কাঠের দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি আগুনে অন্তত দ্ইু কোটি টাকার কাঠ পুড়ে গেছে। ম্যানহোলে পড়ে দৃষ্টি প্রতিবন্ধী নিহত ॥ পল্টনে কালভার্ট রোডের পল্টন টাওয়ারের সামনে সন্ধ্যা সাড়ে ছয়টায় একটি খোলা ম্যানহোলে পড়ে নিহত হয়েছেন এক দৃষ্টি প্রতিবন্ধী।
×