ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজিএমইএকে উত্তরায় অফিস নির্মাণে জমি দেয়া হবে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৭:৫৪, ৭ মার্চ ২০১৭

বিজিএমইএকে উত্তরায় অফিস নির্মাণে জমি দেয়া হবে ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকার উত্তরায় অফিস ভবন নির্মাণের জন্য পোশাক মালিকদের সংগঠন বিজিএমএইকে জমি দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্টের রায় সবাইকে মাথা পেতে মেনে নিতে হবে। বিজিএমইএ আমাদের কাছে জমি চেয়ে ইতোমধ্যে আবেদন করেছে। আমরা তাদের উত্তরায় জমি দেব। আদালতের রায়ের পর শ্রমঘন এ সেক্টরে আর শ্রমিক অসন্তোষের আশঙ্কা নেই। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহম্মেদ আল বিয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আদালতের এ রায়ে ভবন ভাঙ্গার সিদ্ধান্তের সঙ্গে শ্রমিকদের কোন সম্পর্ক নেই। কাজেই এ ভবন যখন ভাঙ্গা হবে তখন শ্রমিক অসন্তোষের কোন প্রশ্নই উঠে না। বরং আদালতের রায় বাস্তবায়নে সরকার সহযোগিতা প্রদান করবে। তোফায়েল আহমেদ বলেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই বিজিএমইএ কর্র্তৃপক্ষ উত্তরায় নিজেদের অফিস ভবন নির্মাণ করতে সক্ষম হবে বলে আমি আশাবাদী। তিনি বলেন, ২৫ মার্চ বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। এ দিনকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া চলছে, তবে ঘোষণা করা হলে ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ পালন করা হবে।
×