ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১০ লাখ ডলার বিনিয়োগেই বিদেশীরা নাগরিকত্ব পাবেন

প্রকাশিত: ০৭:২২, ৭ মার্চ ২০১৭

১০ লাখ ডলার বিনিয়োগেই বিদেশীরা নাগরিকত্ব পাবেন

সংসদ রিপোর্টার ॥ বেসরকারী খাতে দেশী-বিদেশী বিনিয়োগকে আকৃষ্ট ও বিনিয়োগ সেবাকে বিশ্বমান করার লক্ষ্যে সম্পূর্ণ অটোমেটেড ও কার্যকর ওয়ানস্টপ সার্ভিস দিতে আইন প্রণয়ন করা হচ্ছে। সরকার ‘প্রাইভেট ইনভেস্টমেন্ট (প্রমোশন এ্যান্ড প্রটেকশন) এ্যাক্ট-১৯৮০’-এর মাধ্যমে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপত্তাসহ বিনিয়োগকারীদের প্রতি সম-আচরণের ব্যবস্থা করা হয়েছে। কোন বিদেশী বিনিয়োগকারী ১০ লাখ ইউএস ডলার বিনিয়োগ করলে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য বিবেচিত হবেন। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান, সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। মন্ত্রী জানান, দেশী-বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য এলাকাভেদে কর অবকাশ সুবিধা প্রদান করছে। অনাবাসী বাংলাদেশীদের (এনআরবি) বিনিয়োগকে বিদেশী বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়েছে। দ্বৈত কর পরিহারের চুক্তি মতে, কর অব্যাহতির ব্যবস্থা করা হয়েছে। ২০১২ সালের জুন পর্যন্ত সে সকল বেসরকারী খাতে বিদ্যুত প্রকল্প বিদ্যুত উৎপাদন শুরু করেছে তারা ১৫ বছর পর্যন্ত কর অব্যাহতির সুযোগ পাচ্ছেন। ২০১৯ সালের মধ্যে এ খাতে বিনিয়োগ করলে ১২ বছর পর্যন্ত কর অবকাশ সুবিধা প্রদান অব্যাহত রাখা হবে।
×