ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৭ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট ওয়ালটনের

প্রকাশিত: ০৫:৫৪, ৭ মার্চ ২০১৭

১৭ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট ওয়ালটনের

স্থানীয় বাজারে এবারও রেকর্ড পরিমাণ ফ্রিজ বিক্রি করে আরেকটি মাইলফলক অর্জনের টার্গেট নিয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। চলতি বছর তারা ১৭ লাখ ইউনিট ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা গত বছরের চেয়ে ২৫ শতাংশ বেশি। উচ্চ প্রযুক্তির সংযোজন, সাশ্রয়ী মূল্য, সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার কারণে গত বছর ১৩ লাখ ৬০ হাজার ফ্রিজ বিক্রি করে বাংলাদেশের বাজারে রেকর্ড তৈরি করে ওয়ালটন। যা ছিল ২০১৫ সালের চেয়ে ৪৪ শতাংশ বেশি। প্রবৃদ্ধির এই ধারাবাহিকতায় চলতি বছর ১৭ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে দেশীয় প্রতিষ্ঠানটি। সম্প্রতি ওয়ালটন ফ্রিজের প্রোডাক্ট লাইনে যুক্ত হয়েছে ৩৮০ লিটার ও ৩৪৮ লিটারের টেম্পারড গ্লাস ডোর; ৫২৫ লিটারের সাইড বাই সাইড; ৩২৩ লিটারের ডিজিটাল ডিসপ্লে; ৫০ লিটার, ১০১ লিটার ও ১১৫ লিটারের ব্যাচেলর ফ্রিজসহ বেশ কিছু নতুন মডেল। -অর্থনৈতিক রিপোর্টার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন এফবিসিসিআই প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআইয়ের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। এফবিসিসিআই সভাপতি জনাব আবদুল মাতলুব আহমাদ এই ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলটি ইন্দোনেশিয়া সফরকালে জাকার্তায় অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় দেশগুলোর জোট আইওআরএ’র (ইন্ডিয়ান ওশান রিম এ্যাসোসিয়েশন) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিডার্স সামিটে যোগ দেবে। ইন্দোনেশিয়া সফরকালে এফবিসিসিআই নেতৃবৃন্দ আইওআরএ জোট দেশগুলোর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধানদের সাথে ‘জয়েন্ট ডিক্লারেশন মিটিং’ এ অংশ নিবেন। এফবিসিসিআই নেতৃবৃন্দ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণসহ স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এফবিসিসিআই প্রতিনিধিদলে বিভিন্ন চেম্বারের নেতৃবৃন্দের পাশাপাশি খাতভিত্তিক বিভিন্ন এ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ রয়েছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×