ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ঢাকা বিসিক শিল্পনগরী পরিদর্শনে সংসদীয় প্রতিনিধি দল

প্রকাশিত: ০৫:৫৩, ৭ মার্চ ২০১৭

কেরানীগঞ্জে ঢাকা বিসিক শিল্পনগরী পরিদর্শনে সংসদীয় প্রতিনিধি দল

নিজস্ব সংবাদাদাতা, কেরানীগঞ্জ ॥ ঢাকার কেরানীগঞ্জের ঢাকা বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দল। সোমবার বেলা ১১টায় শিল্প মন্ত্রণালয়ের সংসদীয় প্রতিনিধি দল কেরানীগঞ্জের লাকিরচর এলাকায় ঢাকা বিসিক শিল্পনগরী পরিদর্শনে আসেন। কেরানীগঞ্জের ঢাকা বিসিক শিল্পনগরীর কার্যালয় শিল্প মন্ত্রণালয়ের সংসদ কমিটি, বিসিক শিল্পনগরী মালিক সমিতি, শিল্পোদ্যোক্তা ও বিসিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিল্পোদ্যোক্তারা বিসিক শিল্পনগরীতে গ্যাস ও পানি ও নিরাপত্তা বিষয়সহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানান। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রহিম উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব ড. শাহনাজ আরেফিন, ঢাকা বিসিক শিল্পনগরী মালিক সমিতির সভাপতি হোসেন এ শিকদার, সাধারণ সম্পাদক আঃ হাই, বিসিকের বিভাগীয় প্রধান আহসান হাকিম, ঢাকা শিল্পনগরীর ব্যবস্থাপক তাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। ঢাকা বিসিক শিল্পনগরীর সাধারণ সম্পাদক আঃ হাই বলেন, ঢাকা শিল্পনগরীতে অনেক সমস্যা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে নিরাপত্তা দেয়াল নেই। গ্যাস সংযোগ নেই। রাস্তার সমস্যা রয়েছে। এগুলো অতিদ্রুত সমাধা করা উচিত। ঢাকা বিসিক শিল্পনগরী মালিক সমিতির সভাপতি ও কহিনুর লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হোসেন এ শিকদার বলেন, এখানে মূল সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা। আমরা বিসিক নগরীতে নিরাপত্তার জন্যে সমিতির উদ্যোগে মাসে দেড় লাখ টাকা ব্যয়ে আনসার নিয়োগ করা হয়েছে। এখানে নিরাপত্তার জন্য স্থায়ীভাবে পুলিশ ফাঁড়ি স্থাপন করা দরকার। তিনি আরও বলেন, এখানে গ্যাস না থাকায় অনেক শিল্প কারখানায় পণ্য উৎপাদন করতে পারছে না। এসব সমস্যা সমাধা না করা হলে আগামীতে এ শিল্পনগরী হুমকির সম্মুখীন হবে।
×