ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিসাইল ক্ষেপণের খবরে নিক্কেই সূচকে নেতিবাচক প্রভাব

প্রকাশিত: ০৫:৫০, ৭ মার্চ ২০১৭

মিসাইল ক্ষেপণের খবরে নিক্কেই সূচকে নেতিবাচক প্রভাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাপান সাগরের দিকে উত্তর কোরিয়ার মিসাইল ক্ষেপণে নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির পুঁজিবাজারে। সোমবার টোকিওর বাজারে নিক্কেই সূচক ১০০ পয়েন্ট কমেছে। সিএনএনের খবরে বলা হয়, এদিন সকালে উত্তর কোরিয়ার ছুড়া ক্ষেপণাস্ত্রগুলো আছড়ে পড়ে জাপান অধ্যুষিত নীল পানিতে। এরপরই জাপানজুড়ে হৈ চৈ পড়ে যায়? প্রধানমন্ত্রী শিনজো আবে দাবি করেছেন প্রতিটি ক্ষেপণাস্ত্র জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকার মধ্যে আছড়ে পড়েছে। টোকিও-পিয়ং ইয়ং সম্পর্কের গরম হাওয়ায় ফের উত্তপ্ত হয় প্রাচ্যের রাজনীতি। এতে আলোড়িত আন্তর্জাতিক মহল। উত্তর কোরিয়ার এই চারটি ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখাের ক্ষমতা রাখে। টয়ো সিকিউরিটিজের এক গবেষক বলেছেন উত্তর কোরিয়ার মিসাইল ক্ষেপণে দুই অঞ্চলের রাজনৈতিক উত্তেজনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে পুঁজিবাজারে। ভূ-রাজনৈতিক ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় এদিন বিনিয়োগকারীরা একটু থমকে গেছে। তবে এ অবস্থা সাময়িক বলে মনে করেন তিনি। ওই গবেষক বলেন, অতীতেও আমরা এমনটি দেখেছি। কিন্তু এ ধরনের মিসাইল ছুড়ার হার যদি বেড়ে যায়, তবে দুই অঞ্চলের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে। টোকিও বাজারে এদিন সকালের দিকে নিক্কেই সূচক দশমিক ৫২ শতাংশীয় পয়েন্ট কমে ১৯ হাজার ৩৬৮ তে অবস্থান করে। টয়োটার শেয়ারদর এদিন দশমিক ৪৬ শতাংশ কমে ৬ হাজার ৪২৫ ইয়েনে কেনাবেচা হয়। সনির দর পড়ে দশমিক ৬৩ শতাংশ। ব্যাংক খাতের কোম্পানিগুলোও এদিন পতনে কেনাবেচা করে। অকারণে দর বাড়ছে সালভো কেমিক্যালের অর্থনৈতিক রিপোর্টার ॥ ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের অস্বাভাবিক শেয়ারদর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গতকাল ৫ মার্চ নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ৯ ফেব্রুয়ারি থেকে সালভো কেমিক্যালের শেয়ারদর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৭ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২৩ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।
×