ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে বিদেশী লেনদেন বেড়েছে ৪৪ শতাংশ

প্রকাশিত: ০৫:৪৯, ৭ মার্চ ২০১৭

পুঁজিবাজারে বিদেশী লেনদেন বেড়েছে ৪৪ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের প্রথম মাসে দেশের পুঁজিবাজারে বিদেশী লেনদেনের ক্ষেত্রে বিক্রির চেয়ে শেয়ার ক্রয়ের পরিমাণ বেড়েছিল ৪৪ শতাংশ। আর ফেব্রুয়ারিতে তা অবিশ্বাস্যভাবে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২১ শতাংশ। বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় বাংলাদেশের প্রতি বিদেশীদের একটা আস্থার ভিত্তি হয়েছে। বিশ্লেষকদের অভিমত, বিদেশী বিনিয়োগ যেভাবে বাড়ছে, এটা আমাদের দেশের অর্থনীতির জন্য বড় সুসংবাদ। এর ফলে দেশী বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে। ইতোমধ্যে নিয়ন্ত্রণ সংস্থা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর আশ্বাসে বিনিয়োগকারীদের বাজারের প্রতি যে নেতিবাচক মনোভাব ছিল তা চলে গেছে। তবে কোন ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা অবস্থা যেন না হয় এ ব্যাপারে নিয়ন্ত্রণ সংস্থাসহ দায়িত্বরত প্রতিষ্ঠানকে সতর্ক থাকতে হবে। ডিএসইর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৪৩৫ কোটি ৬৭ লাখ ১৪ হাজার ২৬৯ টাকার শেয়ার কিনেছেন বিদেশী বিনিয়োগকারীরা। অন্যদিকে ১৯৭ কোটি ২১ লাখ ৫৮ হাজার ৭৮২ টাকার শেয়ার বিক্রি করেছেন তারা। এ ক্ষেত্রে শেয়ার বিক্রির চেয়ে কেনার পরিমাণ বেড়েছে ২৩৮ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৪৮৭ টাকা বা ১২০.৯১ শতাংশ। আর জানুয়ারি মাসে ৬১১ কোটি ২৫ লাখ ২৭ হাজার ১৭২ টাকার শেয়ার কিনেছিলেন বিদেশী বিনিয়োগকারীরা। অন্যদিকে ৪২৫ কোটি ১১ লাখ ৯৭ হাজার ৯৪০ টাকার শেয়ার বিক্রি করেছিলেন তারা। এ ক্ষেত্রে শেয়ার বিক্রির চেয়ে কেনার পরিমাণ বেড়েছে ১৮৬ কোটি ১৩ লাখ ২৯ হাজার ২৩৩ টাকা বা ৪৩.৭৮ শতাংশ। এদিকে, জানুয়ারি মাসে বিদেশীরা মোট ৬৩২ কোটি ৮৮ লাখ ৭৩ হাজার ৫১ টাকার শেয়ার লেনদেন করেছেন। যা আগের মাসে ১ হাজার ৩৬ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ১১২ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সে হিসেবে মোট শেয়ার লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে দেশের পুঁজিবাজারে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে বিদেশী লেনদেন ছাড়িয়েছে ছিল ৮ হাজার ৭৭৩ কোটি ৩০ লাখ কোটি টাকা।
×