ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হার্ড ড্রাইভের দিন শেষ

প্রকাশিত: ০৫:৪৮, ৭ মার্চ ২০১৭

হার্ড ড্রাইভের দিন শেষ

গবেষণায় দেখা গেছে, সময়ের অগ্রগতির সঙ্গে অদূর ভবিষ্যতে মানুষ এত বেশি পরিমাণে তথ্য উৎপাদন করবে যা কোন হার্ড ড্রাইভ বা ম্যাগনেটিক টেপে সংরক্ষণ করা সম্ভব হবে না। দেখা দেবে স্টোরেজ সঙ্কট। প্রয়োজন এমন কোন স্টোরেজের যা এককথায় আদি-অনন্ত। আর তাই ফিরে আসা প্রকৃতির কাছেই। দারস্থ সেই ডিএনএর। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং নিউইয়র্ক জেনম সেন্টারের গবেষকরা ডিএনএর ভেতরে সংরক্ষণ করেছেন কম্পিউটারের অপারেটিং সিস্টেম, একটি ছোট ছবি ও কিছু তথ্য। সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, মোবাইল ফোনে ভিডিও স্ট্রিমিংয়ের জন্য ডিজাইন করা এ্যালগরিদমের সাহায্যেই ডিএনএর সংরক্ষণ ক্ষমতার সম্পূর্ণ ব্যবহার করা যেতে পারে। ডিএনএর চারটি বেস নিউক্লিওটাইডে বেশি পরিমাণে তথ্য সংরক্ষণ করা যাবে। ঠা-া, শুকনো জায়গায় সঠিকভাবে ডিএনএ সংরক্ষণ করলে সেসব তথ্য সুরক্ষিত থাকবে কয়েক হাজার বছর। সম্প্রতি স্পেনের একটি গুহা থেকে উদ্ধার হওয়া ৪ লাখ ৩০ হাজার বছর পুরনো কঙ্কাল থেকে যে ডিএনএ পাওয়া গেছে তা এর সব থেকে বড় প্রমাণ। ডিএনএর ভেতরে স্টোর বা রাইট করার জন্য গবেষকরা ৬টি ফাইল বেছেছিলেন। তার মধ্যে ছিল একটি ফরাসী ছবি, ৫০ ডলারের একটি আমাজন গিফট কার্ড, কম্পিউটার ভাইরাস, পায়োনির প্লাক এবং ইনফর্মেশন থিওরিস্ট ক্লড শ্যাননের একটি রিসার্চ পেপার। এসব তথ্য একটি মাস্টার ফাইলে রেখে সমস্ত ডেটাকে বাইওনারি কোডে ভেঙ্গে তা ডিএনএর এজিসি এবং টি নিউক্লিওটাইডে ম্যাপ করে দেন। গবেষক ইয়ানিভ আরলিক জানিয়েছেন, এখন পর্যন্ত এটিই সব থেকে বেশি ডেনসিটির ডেটা স্টোরেজ ডিভাইস। -পপুলার সায়েন্স
×