ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাঁদে বসেও অনলাইন শপিং!

প্রকাশিত: ০৫:৪৮, ৭ মার্চ ২০১৭

চাঁদে বসেও অনলাইন শপিং!

চাঁদে জিনিসপত্র উড়িয়ে নিয়ে যেতে চেয়ে সম্প্রতি নাসার কাছে আবেদন করেছেন আমাজন চীফ জেফ বেজস। নাসা সায় দিলে এবং সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সাল থেকেই এর কাজ শুরু করবে আমাজন। জরুরী যন্ত্রপাতি থেকে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র এমনকি খাবার, সব কিছুই চাঁদে পৌঁছে দেবে আমাজন। জেফ জানান, চাঁদের সাউথ পোল মানুষের বসবাসের উপযোগী। প্রকৃত বসবাসের উপযুক্ত করে তোলার জন্যই তার এই প্রয়াস। বসবাস করতে গেলে যেসব উপকরণ প্রয়োজন তার সবটাই আগে থেকে চাঁদে পৌঁছে দিতে চাইছে আমাজন। একটি স্পেসক্র্যাফটে এসব জিনিস পাঠানোর কথা ভাবা হয়েছে। সেটি এমনভাবেই ডিজাইন করা হয়েছে, যাতে যে কোন রকেটের সঙ্গে এটিকে সংযুক্ত করে দেয়া যায়! এটিকে উড়িয়ে নিয়ে যেতে পারবে নাসার স্পেস লঞ্চ সিস্টেমও। সব মিলিয়ে একসঙ্গে ১০ হাজার পাউন্ড ভারি জিনিসপত্র বয়ে নিয়ে যেতে পারবে এই স্পেসক্র্যাফট। আমাজনের নিজস্ব এ্যারোস্পেস ফার্ম ব্লু অরিজিন থাকবে এর দায়িত্বে। তবে কি এবার থেকে বাড়ির মতো চাঁদে বসেও অনলাইন শপিং চালানো যাবে? তা এখনও স্পষ্ট করেনি আমাজন। বিষয়টি ভাবনাচিন্তার পর্যায়েই রয়েছে বলে জানিয়েছেন জেফ। তাড়াতাড়ি হয়ত সে সুবিধাও পেতে পারেন ‘চাঁদে’ বসবাসকারী আমাজন গ্রাহকরা। -টেক টিউন
×