ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরু আজ

প্রকাশিত: ০৫:৩৪, ৭ মার্চ ২০১৭

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ গলে আজ টস হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের খেলা টেস্টের সংখ্যা হয়ে যাবে ৯৯। শ্রীলঙ্কা সফরের সিরিজটাও শুরু হয়ে যাবে। আজ বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট। চার বছর পর আবার লঙ্কাভূমিতে খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ২০১৩ সালে এই গলে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ- পেয়েছিল নিজেদের সর্বোচ্চ দলীয় ইনিংস এবং প্রথম বাংলাদেশী হিসেবে অধিনায়ক মুশফিকুর রহীমের ডাবল সেঞ্চুরি। সেখানেই মুশফিকুর রহীমদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তীব্র গরমের সঙ্গে মানিয়ে উঠে শ্রীলঙ্কান স্পিনের বিপক্ষে ভাল করার। যদিও এবার শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেয়ার মোক্ষম সুযোগ বলে মনে করছেন মুশফিক। কারণ নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস নেই এবং দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। তবে লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ মনে করছেন বাংলাদেশ ব্যাটিং শক্তিতে এগিয়ে তাদের চেয়ে। এর আগে শ্রীলঙ্কার সঙ্গে ১৬ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এর মধ্যে মাত্র দুইবার ড্র করতে পারলেও বাকি ১৪ বার হেরেছে। বরাবরই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। তবে ২০১৩ সালে সর্বশেষবার লঙ্কা সফরে গল টেস্টে এবং ২০১৫ সালে ঘরের মাটিতে একটি টেস্ট ড্র করতে সক্ষম হয়। কিন্তু সাম্প্রতিক ফর্মটা আবারও শঙ্কা জাগিয়ে তুলছে ভাল করার ক্ষেত্রে। ডিসেম্বর-জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরে শতভাগ পরাজয় নিয়ে ঘরে ফেরে মুশফিকুর রহীমরা। পরে ভারত সফরে একমাত্র টেস্টেও হেরেছে। সেখান থেকে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই লঙ্কাভূমিতে। মুশফিক এদিন থেকে কিছুটা ভারমুক্ত হবেন। আগের দুই সিরিজে উইকেটকিপার হিসেবে দারুণ সমালোচিত হন তিনি। এবার সেই দায়িত্বে দেখা যাবে লিটন কুমার দাসকে। শুধু স্পেশালিস্ট ব্যাটসম্যান হয়ে অধিনায়ক ও ফিল্ডার হিসেবে খেলবেন তিনি। এখন পর্যন্ত ক্যারিয়ারের ৫২ টেস্টের ৪৭টিতেই বাংলাদেশ দলের মূল উইকেটকিপার হিসেবে খেলেছেন মুশফিক। এর আগে ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে ব্যাটসম্যান হিসেবে খেলেছিলেন। কিন্তু শ্রীলঙ্কাতেই ২০০৭ সালে প্রথমবার উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব শুরু করেছিলেন। কিন্তু ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে এবং ২০১৫ সালে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টে মুশফিক খেলেছিলেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। আবার তিনি হয়ে যাচ্ছেন সেটা। এই সিরিজে বাংলাদেশ শততম টেস্ট খেলবে নিজেদের। সেটা পরবর্তী টেস্টে- পি সারা ওভালে। সেদিক থেকে একটি ঐতিহাসিক সিরিজ হবে এটি। আর অধিনায়ক মুশফিক এবারই চাইছেন শ্রীলঙ্কার বিপক্ষে বাজে রেকর্ডটাকে একটু ভাল করতে। সাঙ্গাকারা, জয়াবর্ধনে বিহীন লঙ্কান দলের বিপক্ষে এই প্রথম খেলবে বাংলাদেশ। আর এবার নেই নিয়মিত অধিনায়ক ম্যাথুসও। এ বিষয়ে মুশফিক বলেন, ‘শ্রীলঙ্কা বর্তমানে তরুণ দল। কিন্তু ঘরের মাঠে তারা ভাল দল। তাদের বিপক্ষে জিততে গেলে আমাদের অনেক ভাল ক্রিকেট খেলেই জিততে হবে। গতবারের চেয়ে এখানে গরমটা বেশি। উইকেট একটু তাড়াতাড়ি ভেঙ্গে যেতে পারে। এখানে স্পিনারদের ভাল সুযোগ থাকবে। সেই সঙ্গে শুরুতে ব্যাটসম্যানদের জন্যও ব্যাটিং করা সহজ হবে। ব্যাটসম্যানরা পরিকল্পনা মতো খেলতে পারলে এই উইকেটে অনেক রান সম্ভব। তবে উইকেটের থেকেও কঠিন হবে এখানকার গরম। এই গরমের মধ্যেও যেন ইতিবাচক চিন্তা নিয়ে মাঠে নামা যায়, পাঁচটি দিন কীভাবে খেলা যায় সেটা চিন্তা করেই আমরা অনুশীলন করেছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছি। একটা অনুশীলন ম্যাচও খেলেছি। দুই দলের জন্যই কষ্টকর হবে। তবে আশা করছি দ্রুতই মানিয়ে নিতে পারব।’
×