ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে সারাদেশে পালিত হলো পাট দিবস

প্রকাশিত: ০৫:৩৩, ৭ মার্চ ২০১৭

বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে সারাদেশে পালিত হলো পাট দিবস

স্টাফ রিপোর্টার ॥ ‘শহরের রাস্তায় মাথালি মাথায় কৃষক! ভ্যানে করে পাট নিয়ে যাওয়া হচ্ছে মূল রাস্তা ধরে! শুধু তাই নয়, ঘোড়ার গাড়িতে করেও পাট যাচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্তে। আর পাট বিক্রি করে রিক্সায় চড়ে বাড়ি ফিরছেন কৃষক।’ এ দৃশ্যপট কল্পনার নয়। বাস্তবিক। তবে প্রতীকী। দেশের প্রথমবারের মতো পালিত জাতীয় পাট দিবসে এমন দৃশ্যপটই তুলে ধরা হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালিতে। র‌্যালিটি পাট গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে পুরো সংসদভবন এলাকা প্রদক্ষিণ করে। ‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ সেøাগানে রাজধানী ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে তুলে ধরা হয় পাটের হারানো সেই সোনালি ঐতিহ্য। সেই ঐতিহ্য ফিরিয়ে এনে পাটকে ক্রিকেটের সমপর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পাট সংশ্লিষ্টরা দিনভর শুনিয়েছেন আশার বাণী। আলোচনায় অংশ নিয়েছেন কৃষকরাও। কমসময়ে অর্থকরী এই ফসলের সুদিন ফিরে পেতে চান তারা। আর পাটের বাজার ফিরিয়ে আনতে আঁটঘাট বেঁধে নেমেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মন্ত্রীরা বলেছেন, শীঘ্রই পাট তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। কেন্দ্রীয়ভাবে সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ওই র‌্যালিতে বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রমাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবিনা আক্তার তুহিনসহ পাট সংশ্লিষ্ট বিভিন্ন অফিসের সরকারী কর্মকর্তা-কর্মচারী, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পাটচাষী ও পাটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। এদিকে দিবসটি উপলক্ষে ঢাকার বাইরে সারা দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাট ও পাটজাত পণ্য সহযোগে বর্ণিল আলোক সজ্জা করা হয়েছে। পাটের সাজে সেজেছে রাজধানী ঢাকাও। দেখা গেছে, রাজধানীর সড়কদ্বীপগুলোকে দেয়া হয়েছে পাটের সাজ। রাস্তার দুধারে পাটের কারুকাজ। ফুটওভারব্রিজগুলো থেকে ঝুলছে পাট। যেন রাজধানীজুড়ে শুকানো হচ্ছে পাট! কোথাও আবার পাটখড়ি। এই ভঙ্গিমা বলছে- রাজধানী ফের ফিরে পেল হারানো সেই সোনালি ঐতিহ্য! কাওরান বাজারে পাটের বর্ণিল এই সাজ দেখে এক পথচারীর প্রশ্ন- আশপাশে কোথাও কী পাটের আড়ত আছে? সাজানো হয়েছে পাটমিল এলাকাগুলোকেও। পাট দিবস উপলক্ষে পাটে একাকার হয়েছে পুরো দেশÑ যেন এখন সর্বত্রই পাট! সকালে রাজধানীর বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, বর্তমান সরকার মৃতপ্রায় পাটের হারানো সোনালি ঐতিহ্য ফিরিয়ে এনেছে। পাট এখন পরিবেশবান্ধব বহুমুখী পণ্যের উপাদান। বাংলার পাট এক অন্য রকমের গৌরব। সময়ের পরিক্রমায় ‘বাংলার পাট বিশ্বমাত’- এটাই এখন বাস্তব। তিনি বলেন, বিশ্বখ্যাত সোনালি আঁশ পাট ও পাটজাত দ্রব্যই ছিল এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা দেশের স্বার্থে পাট ও বস্ত্রকলসমূহ জাতীয়করণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে এ ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। কালের পরিক্রমায় তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৃতপ্রায় পাটের হারানো সোনালি ঐহিত্য ফিরিয়ে আনা হয়েছে। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, দেশে শীঘ্রই পলিথিনের বিকল্প পাটের তৈরি শপিং ব্যাগ উৎপাদনের মাধ্যমে পাটখাতে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। বর্তমানে পাট থেকে অমিত সম্ভাবনাময় ভিসকস ফাইবার, চারকোল, কম্পোজিট জুট টেক্সটাইল, পাট পাতার কোমল পানীয়, নদীর ভাঙ্গনরোধে পরিবেশবান্ধব জুট জিও-টেক্সটাইল উৎপাদিত হচ্ছে। ফলে দেশে পাট ও পাটজাত পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ধারবাহিকতা অব্যাহত থাকলে দেশের কৃষক তাদের উৎপাদিত সোনালি আঁশ বিক্রি করে কাক্সিক্ষত মূল্য পাবেন। তিনি বলেন, বর্তমানে ১৭টি পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এতে পাটের অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে, পাট চাষীরা ন্যায্যমূল্য পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাটকে বিশ্ববাজারে তুলে ধরতে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এ ১৩৫ প্রকার বহুমুখী পাটপণ্যের স্থায়ী প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র চালু হয়েছে। এতে পাটের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। এদিকে পাট দিবস উপলক্ষে ৯ মার্চ সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই মেলা চলবে ১১ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় ১৩৫ রকমের পণ্য পাওয়া যাবে। এদিকে ঢাকার বাইরে পুরো দেশেই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে একযোগ পালিত হয়েছে জাতীয় পাট দিবস। শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ॥ শেরপুর থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, শেরপুরে ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আব্দুস সাত্তার ও জে এ্যান্ড এস গ্রুপের চেয়ারম্যান জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ী আলহাজ জয়নাল আবেদীন। পরে পাটজাত পণ্যের ওপর এক বিশেষ বাউল সঙ্গীত পরিবেশিত হয়। এর আগে সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পাট দিবস উপলক্ষে একাডেমি অঙ্গনে পাটজাত পণ্যের ৩টি স্টল বসে। এতে উন্নয়ন কর্মী ইসমত আরার পরিচালনাধীন ‘বাংলার পণ্য’ স্টলটি সবার নজর কাড়ে। নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে পাট দিবস উদযাপন ॥ নারায়ণগঞ্জ থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাটকে কৃষি পণ্য হিসেবে সরকারের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবি জানানোর মধ্য দিয়ে নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় পাট দিবস উদযাপন করেছে বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর বঙ্গবন্ধু রোডে বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন কার্যালয় থেকে পাট রফতানিকারক, পাট বিক্রেতা ও পাট শ্রমিকদের একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান সড়কগুলো ঘুরে নগর ভবন থেকে চাষাঢ়া বিজয় স্তম্ভ হয়ে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পলিথিন ব্যবহার বর্জন করে পাট পণ্য বহুমুখী ব্যবহারের মাধ্যমে পাটের চাহিদা বৃদ্ধিতে গণসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, কার্য নির্বাহী পরিষদের সদস্য নুরুল হোসেন, গোপাল চন্দ্র তালুকদার, সামছুদ্দিন আহমেদ, তোফাজ্জল হোসেন, পাট রফতানিকারক শহীদুল্লাহ সরকার ও পাট শ্রমিক নেতা আবদুস সালাম। জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ছাড়াও বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন কার্যালয় আলোসজ্জাসহ বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। এছাড়াও পলিথিন ব্যবহার বর্জন করে সর্বক্ষেত্রে পাটের ব্যাগ, বস্তা ও পাটজাত পণ্য ব্যবহারে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। কালকিনিতে জাতীয় পাট দিবস উদযাপন ॥ কালকিনি (মাদারীপুর) থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, সোমবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি শেষে স্থানীয় অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাম্মী আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোঃ শরীফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহাদী হোসেন, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কৃষি কর্মকর্তা মজিবর রহমান ও মনোরঞ্জন প্রমুখ। পাট দিবসে রাঙ্গামাটিতে র‌্যালি ও আলোচনা সভা ॥ রাঙ্গামাটি থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, পাট অধিদফতর এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে রাঙ্গামাটিতে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। র‌্যালিটি জেলা পরিষদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের সভাপতিত্বে এই সভায় বক্তব্য দিয়েছেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, চট্টগ্রাম পাট অধিদফতরের পরিদর্শক মোঃ আজিজুল হক ও মুজাদ্দেদ-ই-আল ফেসানি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মঈন প্রমুখ। নওগাঁয় জাতীয় পাট দিবস পালিত ॥ নওগাঁ থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, ফেস্টুন উড়ানো, পাট র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সোমবার নওগাঁয় জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি। এদিন সকালে সার্কিট হাউস চত্বর থেকে একটি পাট র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভা জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ত ম আবদুল্লাহেল বাকী প্রমুখ। ঝালকাঠিতে জাতীয় পাট দিবস পালিত ॥ ঝালকাঠি থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, প্রথমবারের মতো ঝালকাঠিতে জাতীয় পাট দিবস পলিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মানিকহার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, দুলাল সাহাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার এ উদ্যোগকে স্বাগত জানান। জেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে। ফরিদপুরে জাতীয় পাট দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা ॥ ফরিদপুর থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, ফরিদপুরে জাতীয় পাট দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদফতর ও জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জসিমউদ্দীন হলে গিয়ে শেষ হয়। পরে জসিমউদ্দীন হলে পাট অধিদফতরের ফরিদপুরের সহকারী পরিচালক আঃ ছামাদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরাদুল হক, সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান, জেলা পাট চাষী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ প্রমুখ। মাগুরায় পাট দিবসে র‌্যালি ও আলোচনা সভা ॥ মাগুরা থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, সোমবার দুপুরে মাগুরায় জাতীয় পাট দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান। গাইবান্ধায় পাট দিবস পালিত ॥ গাইবান্ধা থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, জাতীয় পাট দিবস উপলক্ষে সোমবার এক পাট র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসন ও পাট অধিদফতর গাইবান্ধা এই অনুষ্ঠানের আয়োজন করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামছুল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, পৌর মেয়র এ্যাডভেকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আকম রহুল আমিন, সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, মুখ্য পাট কর্মকর্তা মকবুল হোসেন, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, সাংবাদিক সরকার শহীদুজ্জামান প্রমুখ। এছাড়াও প্রতিটি জেলা-উপজেলায় নানা-কর্মসূচীর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো জাতীয় পাট দিবস পালিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব কর্মসূচী থেকে সবার মুখে উঠে আসে একটি কথা- যে কোন মূল্যে ফিরিয়ে আনা হোক পাটের হারানো সেই সোনালি ঐতিহ্য।
×