ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কনওয়ের সঙ্গে চুক্তি বাতিল

বাংলাদেশের নতুন ফিজিও চন্দ্রমোহন

প্রকাশিত: ০৫:৩২, ৭ মার্চ ২০১৭

বাংলাদেশের নতুন ফিজিও চন্দ্রমোহন

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কাগামী দলের সঙ্গে যাননি ডিন কনওয়ে। তখনই জানা যায় বেতন সংক্রান্ত জটিলতা তৈরি হওয়ায় গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গী হননি এ ব্রিটিশ ফিজিও। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছিল পরে তিনি যোগ দেবেন দলের সঙ্গে। কিন্তু কনওয়ের সঙ্গে হওয়া ৩ বছরের চুক্তি ৩ মাসেই বাতিল করেছে বিসিবি। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন ফিজিও হিসেবে জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পেয়েছেন থিহান চন্দ্রমোহন। সোমবারই থিহান দলের সঙ্গে যোগ দিয়েছেন। কনওয়ের আচরণে ক্ষুব্ধ হয়েছিল বিসিবি। বেতন নিয়ে সৃষ্ট জটিলতার অবসান না হওয়ায় তার সঙ্গে চুক্তি বাতিল করে নতুন ফিজিও হিসেবে চন্দ্রমোহনকে নিয়োগ দেয়া হয়। ৩৭ বছর বয়সী ফিজিও চন্দ্রমোহন অস্ট্রেলিয়ান। শ্রীলঙ্কা সফরে আপাতত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। আজই শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে বাংলাদেশের প্রথম টেস্ট। ইতোমধ্যেই গলে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন চন্দ্রমোহন। আজ থেকেই তার দায়িত্ব শুরু হয়ে যাবে। চন্দ্রমোহন এর আগে কাউন্টি দল হ্যাম্পশায়ারসহ অস্ট্রেলিয়ায় বিভিন্ন ক্লাবের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ডিসেম্বরে কনওয়ে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন। তিনি শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় জাতীয় দলের সঙ্গে না যাওয়াতে ফিজিও হিসেবে যান খাদেমুল ইসলাম শাওন। তিনিও চন্দ্রমোহনের সঙ্গে থেকেই কাজ করবেন পুরো শ্রীলঙ্কা সফরে।
×