ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্যাঙ্গালুরু টেস্ট

পূজারা-রাহানের ব্যাটে ভারতের লড়াই

প্রকাশিত: ০৫:৩১, ৭ মার্চ ২০১৭

পূজারা-রাহানের ব্যাটে ভারতের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের ব্যাটিং দৃঢ়তায় ব্যাঙ্গালুরু টেস্টে লড়ছে স্বাগতিক ভারত। তৃতীয় দিন চা বিরতির আগে বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা যখন আউট হন ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের রান তখন ১২০। মনে হচ্ছিল ৩৩ রানের লিডটা ১০০-এ পৌঁছাবে না। ম্যাচে এখনও ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা দূরের পথ, তবে কঠিন সেই পরিস্থিতি থেকে দলকে আপাতত উদ্ধার করেছেন পূজারা ও রাহানে। তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২১৩ রান। সব মিলিয়ে লিড ১২৬ রানের। পূজারা ১৭৩ বলে ৭৯ ও রাহানে ১০৫ বলে ৪০ রানে অপরাজিত আছেন। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে দুজনে যোগ করেছেন মূল্যবান ৯৩ রান। সিরিজে দুই দল মিলিয়ে এ পর্যন্ত যা সর্বোচ্চ পার্টনারশিপ। ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা ভাল-মন্দের মিশেল। অভিনব মুকুন্দ ও লোকেশ রাহুল উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৯ রান। মুকুন্দকে (১৬) বোল্ড করে এ জুটি ভাঙ্গেন পেসার জশ হ্যাজলউড। দ্বিতীয় উইকেটে রাহুল ও পূজারা দলকে ৮৪ পর্যন্ত টেনে নিয়েছিলেন। স্টিভ ও’ কেফের বলে স্টিভেন স্মিথের অবিশ্বাস্য এক ক্যাচে ফিরতে হয় রাহুলকে (৮৫ বলে ৫১)। এরপর চা বিরতির আগে দ্রুতই কোহলি ও জাদেজার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। টানা চতুর্থ ইনিংসে ব্যর্থ হয়েছেন কোহলি। হ্যাজেলউডের বলে এলবিডব্লিউ হওয়ার আগে অধিনায়ক করেন মাত্র ১৫ রান। চলতি সিরিজে চার ইনিংস মিলিয়ে কোহলির রান ৪০। গড় ১০। যা অন্যতম আলোচিত ঘটনা। চা বিরতির আগে শেষ ওভারে হ্যাজলউডের দুর্দান্ত এক বলে বোল্ড হয়ে ফেরেন জাদেজাও (২)। ভারতের স্কোর তখন ৪ উইকেটে ১২০। এরপর পূজারা-রাহানের ৯৩ রানের ওই জুটি। এ জুটি গড়ার পথেই ক্যারিয়ারের ১৪তম টেস্ট হাফসেঞ্চুরিটা তুলে নেন পূজারা। দারুণ সঙ্গ দিচ্ছেন ফর্মে ফিরতে মরিয়া রাহানে। ৬ উইকেটে ২৩৭ রান নিয়ে শুরু করা অস্ট্রেলিয়া এদিন আর ৩৯ রান যোগ করতেই অলআউট হয়। বলতে গেলে জাদেজা একাই স্মিথদের থামিয়েছেন। ম্যাথু ওয়েডের (৪০) সঙ্গে মিচেল স্টার্কের (২৬) জুটি হয়ে দাঁড়িয়েছিল ভারতের মাথা ব্যথা। রবিচন্দ্রন অশ্বিনের বলে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে জাদেজা ফিরিয়েছেন স্টার্ককে। বাকি তিন উইকেট নিয়েছেন তিনি নিজেই। ২১.৪ ওভারে ৬৩ রানে ৬ উইকেট। অশ্বিনের ঝুলিতে ২। শেষ ৪ উইকেটে অস্ট্রেলিয়া যোগ করতে পেরেছে ৩৯ রান। জাদেজার সৌজন্যে শেষ ৪ উইকেট পড়েছে আসলে ৭ রানের মধ্যে। পুনের প্রথম টেস্টে ৩৩৩ রানের লজ্জার হারে চাপে ভারত। কাগজে-কলমে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে কোহলিদের এখানে জিততেই হবে। চতুর্থ দিনের ব্যাটিংটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বলা যায় আজই ম্যাচের গতিপথ নির্ধারিত হয়ে যাবে। স্কোর ॥ ভারত প্রথম ইনংস ১৮৯/১০ (৭১.২ ওভার; রাহুল ৯০, মুকুন্দ ০, পূজারা ১৭, কোহলি ১২, রাহানে ১৭, নায়ার ২৬, অশ্বিন ৭, সাহা ১, জাদেজা ৩, যাদব ০*, ইশান্ত ০; লেয়ন ৮/৫০, স্টার্ক ১/৩৯, ও’কেফে ১/৪০, হ্যাজলউড ০/৪২) ও দ্বিতীয় ইনিংস ২১৩/৪ (৭২ ওভার; রাহুল ৫১, মুকুন্দ ১৬, পূজারা ৭৯*, কোহলি ১৫, জাদেজা ২, রাহানে ৪০*, স্টার্ক ০/৪৫, হ্যাজলউড ৩/৫৭, লেয়ন ০/৬৯, ও’কেফে ১/২৮, মিচেল মার্শ ০/৪) অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৭৬/১০ (১২২.৪ ওভার; ওয়ার্নার ৩৩, রেন শ’ ৬০, স্মিথ ৮, শন মার্শ ৬৬, হ্যান্ডসকম্ব ১৬, মিচেল মার্শ ০, ওয়েড ৪০, স্টার্ক ২৬, ও’কেফে ৪*, লেয়ন ০, হেজলউড ১; ইশান্ত ১/৪৮, যাদব ১/৫৭, অশ্বিন ২/৮৪, জাদেজা ৬/৬৩, নায়ার ০/৭) ** তৃতীয় দিন শেষে
×