ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩০০০ মিটারে স্বর্ণপদক জয়ের স্বাদ পেলেন এই ব্রিটিশ দৌড়বিদ

আপন আলোয় উদ্ভাসিত মুইর

প্রকাশিত: ০৫:২৭, ৭ মার্চ ২০১৭

আপন আলোয় উদ্ভাসিত মুইর

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নশিপে আলো ছড়ালেন ব্রিটিশ দৌড়বিদ লরা মুইর। রবিবার ৩০০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জয়ের স্বাদ পেলেন তিনি। বেলগ্র্যাডে এদিন ৮ মিনিট ৩৫.৬৮ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে স্বর্ণপদক জেতেন তিনি। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে থেকে রৌপ্য জিতেছেন কেনিয়ান বংশোদ্ভূত তুরস্কের দৌড়বিদ ইয়াসমিন কান। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন লরা মুইরেরই স্বদেশী ইলিশ ম্যাকক্লোগান। শনিবার ১৫০০ মিটারেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন লরা মুইর। সেই সঙ্গে ৩২ বছরের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েন তিনি। তার একদিন পর তিন হাজার মিটারেও স্বর্ণপদক জিতে দারুণ রোমাঞ্চিত এই স্কটিশ এ্যাথলেট। প্রতিযোগিতার শেষে ২৩ বছর বয়সী লরা মুইর নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি শুধু চেষ্টা করেছি আমার সেরাটা ঢেলে দেয়ার জন্য...। কারণ আমি দৌড়াতে ভালবাসি। এখানেই আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি।’ তুরস্কের ইয়াসমিন কান গত বছর আমস্টারডামে অনুষ্ঠিত ইউরোপিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নশিপে নিজেকে দারুণভাবে মেলে ধরেন। ৫০০০ মিটার এবং ১০,০০০ মিটার ডাবলসেও স্বর্ণপদক জিতেছিলেন তিনি। কিন্তু এবার তাকে হটিয়ে ৩০০০ মিটারে স্বর্ণপদক নিজের শোকেসে তুললেন ব্রিটেনের লরা মুইর। এই আসরে এটি ব্রিটেনের পঞ্চম স্বর্ণ। রেকর্ড ৭.০২ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে ৬০ মিটারেও ব্রিটেনকে স্বর্ণপদক উপহার দেন আশা ফিলিপ। এই প্রতিযোগিতায় ব্রিটিশ তারকা পেছনে ফেলেছেন ইউক্রেনের ওলেসিয়া পোভ এবং পোল্যান্ডের এ্যাথলেট ইওয়া সোউবোদাকে। স্বর্ণপদক জিতে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন আশা ফিলিপ। তবে প্রতিযোগিতার আগে থেকেই জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন তিনি। এ প্রসঙ্গে ফিলিপ বলেন, ‘নিজের পারফর্মেন্সের বিষয়ে কোন ধরনের সন্দেহ ছিল না।
×