ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোমবার স্থানীয় সময় ২.৫০ মিনিটে জাকার্তা পৌঁছান

আইওআরএ সম্মেলনে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৬, ৭ মার্চ ২০১৭

আইওআরএ সম্মেলনে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

কাওসার রহমান, জাকার্তা থেকে ॥ ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম এ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতায় অবস্থান করছেন। সোমবার স্থানীয় সময় ২টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি হালিম পারদানা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার নারীর ক্ষময়াতয়ন ও শিশুর সুরক্ষাবিষয়ক মন্ত্রী ইউহানা সুসানা ইয়েমবিজ। প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাকার্তায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের স্ত্রী। এ সময় জাকার্তায় বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির ও ইন্দোনেশিয়া সরকারের উর্ধতন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পরে বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহকারে তার সফরকালীন আবাসস্থল হোটেল সাংগ্রিলাতে নিয়ে যাওয়া হয়। এ সময় বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এ দিন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী জাকার্তা কনভেনশন সেন্টারে যান। সেখানে সম্মেলনে আসা অন্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে নৈশভোজে অংশ নেন। এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০৮৬) জাকার্তার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, চীফ হুইপ আ স ম ফিরোজ, তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ কর্মকর্তাগণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ভারত মহাসাগরীয় অঞ্চলের ২১টি দেশ নিয়ে গঠিত ইন্ডিয়ান ওশান রিম এ্যাসোসিয়েশনের (আইওআরএ) বর্তমান চেয়ার ইন্দোনেশিয়া ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের আয়োজক। ‘শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরের জন্য সমুদ্র সহযোগিতা জোরদার’ এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য। প্রধানমন্ত্রী তিন দিনের সফরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার সকালে জাকার্তা কনভেনশন সেন্টারে যাবেন। সেখানে বিশ্বনেতাদের সঙ্গে ফ্যামিলি ফটোসেশনে অংশ নেবেন। এরপর সকাল ১০টায় প্রধানমন্ত্রী জার্কাতা কনভেনশন সেন্টারে ‘এ্যাডপশন অব দ্য এজেন্ডা এ্যান্ড প্রোগ্রাম অব ওয়ার্ক’ বিষয়ক ওপেনিং অধিবেশনে যোগ দেবেন। তারপর সম্মেলনের প্রতিবেদনগুলোর সারসংক্ষেপ অধিবেশন ‘এ্যাডপশন এ্যান্ড সাইনিং অব আউটকাম ডকুমেন্ট অব সামিট’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী। ‘স্ট্রেনদেনিং মেরিটাইম কো-অপারেশন ফর এ পিসফুল, স্টেবল এ্যান্ড প্রোপারাস ইন্ডিয়ান ওশান রিম’ শীর্ষক এক সাধারণ ডিবেট অধিবেশনেও যোগ দেবেন শেখ হাসিনা। দুপুরে প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরকালে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সফর শেষে বুধবার (৮ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০৮৭ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে জাকার্তা ছাড়বেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। উন্নত, শান্তিপূর্ণ ও স্থিতিশীল ভারত মহাসাগরের জন্য মেরিটাইমবিষয়ক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ৫ থেকে ৭ মার্চ জাকার্তায় এবারের ইন্ডিয়ান ওশান রিম এ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে সমুদ্র নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই মাৎস্যবিজ্ঞান, দুর্যোগ ঝুঁকি মোকাবেলা, মৎস্যসম্পদ ব্যবস্থাপনা, মৎস্যপ্রযুক্তি, ভ্রমণ ও কালচার বিষয়গুলো গুরুত্ব পাবে। সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ভারত মহাসাগরীয় অঞ্চলের এ জোটের সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে। সম্মেলন আইওআরএ’র ২১টি সদস্য রাষ্ট্রের নেতৃবৃন্দ এবং ৭ ডায়ালগ পার্টনার ছাড়াও অন্য বিশেষ আমন্ত্রিত অতিথিদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও ঘনিষ্ঠতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কমোরস, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সেসলস, সিঙ্গাপুর, সোমালিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তানজানিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও দক্ষিণ আফ্রিকা আইওআরএ’র সদস্য। এছাড়া যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও মিসর এ জোটের ডায়ালগ পার্টনার।
×