ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট আজ শুরু

লঙ্কা জয়ের লড়াই শুরু টাইগারদের

প্রকাশিত: ০৫:২৫, ৭ মার্চ ২০১৭

লঙ্কা জয়ের লড়াই শুরু টাইগারদের

মোঃ মামুন রশীদ ॥ টানা দুটি সফরে শূন্য হাতে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডিসেম্বর-জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরে শতভাগ পরাজয় নিয়ে ঘরে ফেরে মুশফিকুর রহীমরা। পরে ভারত সফরে একমাত্র টেস্টেও হেরেছে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের শুরু হচ্ছে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ। গলে আজ বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে মাঠে গড়াবে প্রথম টেস্ট। বাংলাদেশ দলের ৯৯তম টেস্ট আর শ্রীলঙ্কার বিপক্ষে ১৭তম। এর আগে মাত্র দুই টেস্ট ড্র করতে পারলেও বাকি ১৪টাতেই পরাজয় দেখেছে বাংলাদেশ। যদিও দুই কিংবদন্তি শ্রীলঙ্কান ব্যাটিং তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে বিহীন শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম খেলবে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুসও না থাকায় মুশফিকরা মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন জয়ের। তবে গলের অত্যাধিক তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতা কম থাকাটাকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এবার অনেক চ্যালেঞ্জ বাংলাদেশ দলের। আগের ১৬ টেস্টের মাত্র দুটোতে ড্র করতে পারলেও বাকি ১৪ বার হেরেছে। আর সম্প্রতি নিউজিল্যান্ড সফরে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া এবং পরে ভারতের কাছে একমাত্র টেস্টে পরাজয়ের ব্যর্থতাটাকে পেছনে ফেলতে হবে। এবারের সিরিজে আরেকটি প্রাপ্তি হাতছানি দিচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে জিতলেই টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিজেদের ছাড়িয়ে যাবে বাংলাদেশ। একধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের জায়গাটা নিজেদের করে নেবেন মুশফিকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বর্তমানে ৮ পয়েন্ট (৬৯) পিছিয়ে থেকে, এই মুহূর্তে বাংলাদেশের রেটিং ৬১। শ্রীলঙ্কার বিপক্ষে যদি ১-০ তে জয় তুলে নেন সাকিব-তামিমরা, সেক্ষেত্রে পয়েন্ট দাঁড়াবে ৭০। নতুন র‌্যাঙ্কিং অনুসারে ৯ নম্বরে নেমে আসবে ক্যারিবীয়রা। ২-০ তে জিতলে বাংলাদেশের পয়েন্ট আরও ২ বেড়ে ৭২ হবে। তবে সিরিজ হারলে খুব একটা প্রভাব পড়বে না বাংলাদেশের উপর। ১-০ তে হারলে আগের পয়েন্টই থাকবে। ২-০ তে হারলে দুই পয়েন্ট কমে ৫৯ হবে। সেক্ষেত্রে ৯ নম্বরেই থাকতে হবে বাংলাদেশকে। এমন একটি বিষয়কে সামনে রেখে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ দলের। তবে সমুদ্র তীরবর্তী গল স্টেডিয়ামে তাপমাত্রা এদিন থাকবে ৩০ ডিগ্রী। এমন তাপমাত্রা বাংলাদেশের মাটিতে সহনীয় হলেও গলে সেটা নয়। কারণ, সেখানে বাতাসের আর্দ্রতা একেবারেই কম যা শরীরে তীব্র জ্বলুনি ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। এটাকে জয় করতে হবে মুশফিকদের। শ্রীলঙ্কার গলে অবশ্য সর্বশেষবার ২০১৩ সালে খেলে দারুণ এক স্মৃতি নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ দল। গলের উইকেট নিয়ে এর আগের বছরই তুমুল সমালোচনা হয়েছিল। সেই উইকেটে বছরে যত টেস্ট হয়েছে সেরা দলীয় ইনিংস উপহার দিয়েছিল বাংলাদেশ। প্রথম বাংলাদেশী হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক মুশফিক। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার টেস্ট ড্র করেছিল বাংলাদেশ। এবার অবশ্য মুশফিকের কাঁধ কিছুটা ভারমুক্ত হচ্ছে। গত দুই সিরিজে উইকেটরক্ষক হিসেবে তিনি দারুণ সমালোচিত হয়েছেন। গলে তিনি শুধু ফিল্ডার হিসেবেই থাকবেন মাঠে, দেবেন নেতৃত্ব। আর গ্লাভসজোড়া পরবেন লিটন কুমার দাস। এ কারণে সাব্বির রহমান রুম্মান একাদশের বাইরে চলে যাচ্ছেন সেটা প্রায় নিশ্চিত। আর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ফিরছেন এ ম্যাচেই। সর্বশেষ ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিলেন মুস্তাফিজ। এই প্রথম সাঙ্গাকারা ও জয়াবর্ধনের মতো বিশ্বসেরা দুই ব্যাটসম্যান ব্যতীত লঙ্কান দলের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক ম্যাথুসও নেই দলে। সে কারণে লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী হয়ে আছেন এখন মুশফিকরা। নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। তার স্পিনটাও বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। ভারতের বিপক্ষে হায়দরবাদ টেস্টের মতোই ওপেনার ইমরুল কায়েস না থাকায় এবার তামিম ইকবালের সঙ্গী হবেন সৌম্য সরকারই। লঙ্কান স্পিন আক্রমণকে ভালভাবে সামাল দিতে পারলে টেস্টে নিয়ন্ত্রণের আসনে থাকতে পারবেন মুশফিকরা। বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিক অবশ্য হেরাথকে নিয়ে বলেছেন, ‘হেরাথ অনেক দিন ধরে শ্রীলঙ্কার হয়ে খেলছে, সে পৃথিবীর সেরা বোলারদের একজন। প্রতিটি খেলোয়াড়ের বিপক্ষে আমাদের পরিকল্পনা আছে। তার বিপক্ষেও আছে। যা আমরা মাঠে প্রয়োগ করার চেষ্টা করি। আমি এবং আমাদের দলের যারা আগে তার বিপক্ষে খেলেছে, সবার মোটামুটি জানা আছে, তার বিপক্ষে কিভাবে খেলতে হবে। আমরা তাকে খুব বেশি উইকেট না দেয়ার চেষ্টা করব। সে যদি বেশি উইকেট না পায়, তাহলে স্কোরবোর্ডে আমরা অনেক বেশি রান জমা করতে পারব।’ মুশফিক হেরাথকে নিয়ে নয়, নিজেদের নিয়ে ভাবছেন এবং জয়ের আশাও করছেন। বলেছেন, ‘সুযোগ (জয়ের) তো অবশ্যই। প্রতিটি সিরিজেই নতুন নতুন সুযোগ থাকে ভাল কিছু করার জন্য। ওদের দলে অনেক দিন ধরে ভাল খেলেছেন, এমন কয়েকজন নেই। নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুসও নেই।’ তবে বাংলাদেশ দলে মুস্তাফিজ ফেরায় শক্তি বাড়বে। এর সঙ্গে স্পিন আক্রমণে মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ছাড়াও আছেন তাইজুল ইসলাম। এবার সবাইকে নিয়ে লড়াই করে ভাল ফলাফল বের করে আনার চেষ্টাই থাকবে মুশফিকদের। তাছাড়া ২০১৩ সালের মধুর স্মৃতিটা অনুপ্রেরণা হয়েই থাকবে। সেই গলেই প্রথম টেস্ট। দুই দিনের প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন ব্যাটসম্যানরা। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে তেমন কিছু করতে না পারা অন্যতম নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল পেয়েছেন সেঞ্চুরি। সেটা দলের বাকি ব্যাটসম্যানদেরও অনুপ্রাণিত করবে। তবে গরমে অতিষ্ঠ হওয়া থেকে রেহাই পেতে উভয় দলই টস জিতে আগে ব্যাটিং নেয়ার চিন্তাতেই আছে। টসভাগ্যটা বরাবরই খারাপ বাংলাদেশের। সে যাই হোক এখন শুধু লড়াইয়ে নামার অপেক্ষা। লঙ্কান ভূমিতে অবিস্মরণীয় কিছু করতে পারবে বাংলাদেশ? সময়ই বলে দেবে তা। লক্ষ্য রাখতে হবে আজ থেকেই গল স্টেডিয়ামে।
×