ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেথেলহামে বাঙ্কসি

প্রকাশিত: ০৫:১৭, ৭ মার্চ ২০১৭

বেথেলহামে বাঙ্কসি

যিশুখ্রিস্টের পবিত্র জন্মভূমি বেথেলহামের একটি হোটেলে নতুন আর্ট ওয়ার্ক নিয়ে হাজির হয়েছেন ব্রিটিশ স্ট্রিট আর্টিস্ট বাঞ্চসি। ফিলিস্তিনী সীমান্তের অতি নিকটে ইসরাইল অধিকৃত পশ্চিম তীর সিমান্ত প্রাচীরের মাত্র চার মিটার দূরত্বে অবস্থিত হোটেলটি। এ কারণে হোটেলের জানালা খুললেই চোখে পড়ে সুউচ্চ সীমানা প্রাচীর। এক বিবৃতিতে বাঙ্কসি এ দৃশ্যকে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট দৃশ্য বলে বর্ণনা করেছেন। হোটেলের একটি রুমের দেয়ালে দেখা যায় একজন ফিলিস্তিনী তরুণ ও ইসরাইলী সেনা বালিশ হাতে পরস্পরের মুখোমুখি। হোটেলের মোট সাতটি রুম আর্ট ওয়ার্কের মাধ্যমে সজ্জিত করেছেন বাঙ্কসি । অন্য দুটি রুম সজ্জিত করেন একজন কানাডিয়ান ও ফিলিস্তিনী আর্টিস্ট। প্রায় এক যুগ আগে থেকে যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ব্রিসটল শহরে প্রথম স্টেনসিলের মাধ্যমে স্ট্রিট আর্ট শুরু করেন এই শিল্পী। যুদ্ধ পরিবেশ ও দারিদ্র্যপীড়িত শিশুদের নিয়ে স্ট্রিট আর্ট তৈরি করেন বাঙ্কসি । এ ছাড়া যুদ্ধবিরোধী প্রচারে সামাজিক সচেতনতা তৈরি করতেও সচেষ্ট থাকেন এই নাম-পরিচয়হীন শিল্পী। ২০১৪ সালে ইসরাইল কর্তৃক গাজায় বীভৎস্য ও বর্বর হামলার পর মিসরের টানেল দিয়ে গাজায় প্রবেশ করেছিলেন এ শিল্পী। এঁকেছেন বেশ কিছু স্ট্রিট আর্ট। এ ছাড়া ২০০৫ ও ২০০৭ সালে বেথেলহামের সুউচ্চ সীমানা প্রাচীরে অসংখ্যা স্ট্রিট আর্ট এঁকে অবাক করেছিলেন বাঙ্কসি। ডিপ্রজন্ম ডেস্ক
×