ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মোবাইল কোর্ট পরিচালনা

৪৪৮টি অভিযানে ১,০৯৮ কি.মি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন তিতাসের

প্রকাশিত: ০৫:১৪, ৭ মার্চ ২০১৭

৪৪৮টি অভিযানে ১,০৯৮ কি.মি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন তিতাসের

অবৈধভাবে গ্যাস ব্যবহার/গ্যাস কারচুপি রোধকল্পে কোম্পানির বিশেষ পরিদর্শন/সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ লাইন অপসারণ/সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালিত হচ্ছে। উপর্যুক্ত কার্যক্রমের আওতায় গত ফেব্রুয়ারি মাসে ২টি শিল্প, ৬টি সিএনজির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ৩২টি অভিযানের মাধ্যমে বিভিন্ন ব্যাসের প্রায় ১৩১.৫৬ কি.মি. অবৈধ বিতরণ পাইপলাইনসহ ৯৮,১৭০টি অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন/অপসারণ করা হয়। অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারের কারণে ১৪ ফেব্রুয়ারি গাজীপুরের তিন সড়ক এলাকায় লায়ন্স ফিড্স লিমিটেড এবং ২০ ফেব্রুয়ারি গাজীপুরের হোতাপাড়া এলাকায় আরাবি ফ্যাশন্স লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সারাদেশে সকল সিএনজি স্টেশন প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত অমান্য করে গ্যাস বিক্রি করার দায়ে কোম্পানির পরিদর্শন টিম কর্তৃক ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের বাসাইল এলাকার হাই প্রেসার সিএনজি, ভাটকুড়া এলাকার হাই প্রেসার সিএনজি ও এলেঙ্গা, কালিহাতি এলাকার উৎসব সিএনজি এবং ১১ ফেব্রুয়ারি গাজীপুরের বোর্ডবাজার এলাকার জেরোমা সিএনজি ও কালিয়াকৈরের চক্রবর্তী এলাকার এফ এফ এন্টারপ্রাইজ সিএনজির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ২২ ফেব্রুয়ারি মিটারে অবৈধ হস্তক্ষেপের কারণে ভূইয়া এ্যা- ব্রাদার্স সিএনজির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ থেকে ৩১ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত মোট ৪৪৮টি অভিযানের মাধ্যমে প্রায় ১,০৯৮ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন/অপসারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি রাগীব আলীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় ৯ মার্চ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ পলাতক থাকা অবস্থায় পত্রিকা সম্পাদনার অভিযোগে শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় আগামী ৯ মার্চ। সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে সোমবার এই রায়ের তারিখ ধার্য করা হয়। আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, সোমবার আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য করা হয়েছে। গত বছরের ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে পলাতক থাকা অবস্থায় পত্রিকা সম্পাদনার অভিযোগে মামলা করেন।
×