ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোবিন্দগঞ্জের ৪ মামলায় ৭১ জনের জামিন

প্রকাশিত: ০৪:৫৯, ৭ মার্চ ২০১৭

গোবিন্দগঞ্জের ৪ মামলায় ৭১ জনের জামিন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৬ মার্চ ॥ গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জের ইক্ষু খামারে আখ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও রংপুর চিনিকল কর্তৃপক্ষের করা চার মামলায় ভূমি উদ্ধার কমিটির ৭১ সাঁওতাল ও বাঙালীর জামিন মঞ্জুর করেছে আদালত। গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক সোমবার দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন। গত ২২ ডিসেম্বর ৭১ সাঁওতাল ও বাঙালী উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। উচ্চ আদালত তাদের জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। আদালতের নির্দেশে সাঁওতাল ও বাঙালীরা নির্ধারিত সময়ে আইনজীবীদের মাধ্যমে নিম্ন আদালতে জামিনের আবেদন করেন। ইসলামী ভার্সিটির ‘এফ’ ইউনিটের প্রশ্ন ফাঁসে পরীক্ষা বাতিল ইবি সংবাদদাতা ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের ভর্তি পরীক্ষায় ‘এফ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের সত্যতা মেলায় ওই ইউনিটের পরীক্ষা বাতিল করেছে প্রশাসন। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে উপাচার্যের বাসভবনে বিশ্ববিদ্যালয়ের ২৩৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘এফ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকায় গণিত বিভাগের শিক্ষক নুরুল ইসলাম, হিসাব শাখার কর্মকর্তা সাইফুল ইসলাম, লাইব্রেরির কর্মচারী আলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। একই ঘটনায় জড়িত গণিত বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনোজিৎ ম-লের ¯œাতক সনদ বাতিলসহ তাকে স্থায়ী বহিষ্কার করেছে প্রশাসন।
×