ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আদিল হত্যার দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৪:৫৮, ৭ মার্চ ২০১৭

চট্টগ্রামে আদিল হত্যার দুই আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর জামালখান আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ওয়াসিউন নূর আদিল খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা সম্ভব হলো। র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার দু’জনের নাম আলমগীর ও তুষার। এর মধ্যে আলমগীর খুনের ঘটনার মূলহোতা এবং তুষার তার সহযোগী ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ দু’জন আদিল হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি]। গত ২৪ ফেব্রুয়ারি নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় ছুরিকাঘাতে খুন হয় এসএসসি পরীক্ষার্থী ওয়াসিউন নূর আদিল। সে ছিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী। ঠাকুরগাঁওয়ে গণধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৬ মার্চ ॥ নিভৃত পল্লীতে গভীর রাতে এক গৃহবধূকে গণধর্ষণের দায়ে চার যুবককে যাবজ্জীবন কারাদ- ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদ-ের আদেশ দিয়েছেন ঠাকুরগাঁও জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মীর্জা মোহাম্মদ আইয়ুব আলী। সোমবার দুপুরে প্রদানকৃত এ রায়ে দ-প্রাপ্তরা হলো- সদর উপজেলার মাধবপুর এলাকার আলমগীর, ইসমাইল হোসেন, আরিফ হোসেন ও উত্তর বোয়ালিয়া গ্রামের ইউসুফ আলী। এর মধ্যে আরিফ হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ জুন গভীর রাতে সদর উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগমের ঘরে প্রবশে করে বর্ণিত চার যুবক। এ সময় ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় তারা গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণ করে পালিয়ে যায়।
×