ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনেক জমি ইতোমধ্যে বেহাত

সৈয়দপুরে রেলের মাটি কেটে হচ্ছে লুট

প্রকাশিত: ০৪:৫৭, ৭ মার্চ ২০১৭

সৈয়দপুরে রেলের মাটি কেটে হচ্ছে লুট

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে অবৈধভাবে রেলওয়ের জমির মাটি কেটে লুট করা হচ্ছে। সেই সঙ্গে ভবন নির্মাণের পাঁয়তারার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। মাটি কাটার জন্য ব্যবহার করা হচ্ছে ভারি ভেকু মেশিন। ঘটনাস্থলে গিয়ে এ দৃশ্য দেখা যায়। স্থানীয়রা জানায়, রেলের শহর হিসেবে পরিচিত সৈয়দপুর। এখানে হাজার হাজার একর জমি রয়েছে রেলের। অনেক জমি ইতোমধ্যে বেহাত হয়ে গেছে। এর মধ্যে শহরের ইসলামবাগ মহল্লায় এক শ’ বছর আগে প্রতিষ্ঠিত রেল কারখানার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য প্রতিষ্ঠা করা হয় ফিদা আলী ইনস্টিটিউট। এই ফিদা আলী ইনস্টিটিউটের আওতায় রয়েছে খেলার মাঠ ও পুকুরসহ ১০ একর জমি, যা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও এলাকার শিশু ও তরুণরা মাঠে ফুটবল, ক্রিকেট খেলাধুলা করে আসছে। অভিযোগমতে, সৈয়দপুর রেল কারখানা কর্তৃপক্ষের সুদৃষ্টি না থাকার সুযোগে এলাকার প্রভাবশালী ময়নুল কাজীর জামাতা সুমন অবৈধভাবে ওই জায়গাটি দখল করে নিয়েছে। গত কয়েকদিন ধরে ভারি যন্ত্র ব্যবহার করে মাটি কেটে তার পার্শ্বে ভরাট করে ভবন নির্মাণের পাঁয়তারা করছে। নাম প্রকাশ না করার শর্তে মাটি কাটা শ্রমিকরা জানায়, তারা ময়নুল কাজী ও তার জামাতার নির্দেশে মাটি কেটে বিক্রি ও পার্শ্ববর্তী স্থান ভরাট করছে। তবে শ্রমিকরা যাদের নাম বলেছে তাদের খুঁজে পাওয়া যায়নি। ইতোমধ্যে ওই স্থানে প্রতিষ্ঠা করা হয়েছে সৈয়দপুর সিটি কলেজ নামে শিক্ষাপ্রতিষ্ঠান। স্থানীয়রা জরুরীভাবে রেলের উধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
×