ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জঙ্গীবাদবিরোধী সমাবেশ

প্রকাশিত: ০৪:৪৭, ৭ মার্চ ২০১৭

জঙ্গীবাদবিরোধী সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৬ মার্চ ॥ মাদক ও জঙ্গীবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারী কলেজ চত্বরে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি এ সমাবেশের আয়োজন করে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন ও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী। ইঁদুর মারতে গিয়ে নিজেই সেই পথে স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাড়ির পার্শ্ববর্তী জমিতে ইঁদুর তাড়ানোর জন্য বিদ্যুতের লাইন নিতে গিয়ে অনবধানবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে মুক্তিযোদ্ধার ছেলের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে আটটায় জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা হারুন-অর রশিদ হাওলাদার ওরফে গেরিলা হারুনের ছেলে লালন হাওলাদার (৩৫) বাড়ির পার্শ্ববর্তী ধানের জমিতে ইঁদুর তাড়ানোর জন্য বিদ্যুতের লাইন নেয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করে। রাত ৯টায় তার মৃত্যু ঘটে।
×