ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়

ড. হারুনের দ্বিতীয় মেয়াদে যোগদান

প্রকাশিত: ০৪:৪৭, ৭ মার্চ ২০১৭

ড. হারুনের দ্বিতীয় মেয়াদে যোগদান

সোমবার প্রফেসর ড. হারুন-অর-রশিদ দ্বিতীয় টার্মে (২০১৭-২০২১) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও এটিকে কাক্সিক্ষত লক্ষ্যে উন্নীত করে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। ড. হারুন-অর-রশিদ ২০১৩-২০১৭ পর্যন্ত প্রথম টার্মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি দুমকিতে সেতু নির্মাণে দুর্ঘটনা ॥ নিহত ১ নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৬ মার্চ ॥ দুমকিতে পায়রা সেতু নির্মাণকাজে দুর্ঘটনায় সোহেল (২৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহত শ্রমিকরা হলেন উজ্জ্বল ও রমজান। সরেজমিনে দেখা যায়, সেতু নির্মাণের জন্য স্থাপিত গ্যান্ট্রি ক্রেনের গোড়া থেকে বালু সরে যাওয়ায় সেটি ভেঙ্গে নদীতে পড়ে যায়। এতে ক্রেনের ওপরের তিন শ্রমিক মারাত্মকভাবে আহত হলে ঘটনাস্থলেই একজন মারা যায়। আড়াই মাস পর ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ আড়াই মাস আগে উদ্ধার ভারতীয় নাগরিক মানিকুলের (৪২) লাশ সোমবার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতের মহদিপুর থানার এসআই দেবাসিশ ও বিএসএফের মহদিপুর কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ভারতীয় বাংলাদেশ দূতাবাসের প্রোটোকল অফিসার অরবিন্দ কুমার ভাস্কর্য, কনসুল্যার আশরাফ হোসেন, মহদিপুর বিএসএফের কোম্পানি কমান্ডার টিএস হ্যাংগেল এবং বাংলাদেশের পক্ষে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমজান আলী, ওসি (তদন্ত) সারোয়ার রহমান, ৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ কোম্পানি কমান্ডার আবু তাহের ও সোনামসজিদ ইমিগ্রেশনের এসআই আতাউর রহমান ছিলেন। গত বছরের ১৭ ডিসেম্বর শনিবার ৩-৪ জন কালো মাইক্রোবাসে করে লাশটি ফেলে পালিয়ে যায়।
×