ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চৌগাছায় মানবেতর জীবন

বাড়ি ফিরতে চায় বাক প্রতিবন্ধী যুবক

প্রকাশিত: ০৪:৪৩, ৭ মার্চ ২০১৭

বাড়ি ফিরতে চায় বাক প্রতিবন্ধী যুবক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ এক বাকপ্রতিবন্ধী যুবক চৌগাছায় মানবেতর জীবনযাপন করছে। প্রায় ৬ মাস ধরে সে এক বাড়িতে ঠাঁই নিয়ে আছে। তবে এখন সে ঠিকানা ফিরে পাওয়ার আশায় ব্যাকুল হয়ে উঠেছে। কিন্তু কেউ জানে না তার বাড়ি কোথায়। এ অবস্থায় তাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মোশারফ হোসেন। সূত্র জানায়, গত সেপ্টেম্বরে প্রতিবন্ধী যুবক বাদেখানপুর গ্রামে ঘোরাফেরা করছিল। সে সারাদিন স্থানীয় বাজারে অবস্থান শেষে রাতে দোকানের পাশে ঘুমিয়ে পড়ে। এভাবে চলছিল দিন। এমনই পরিস্থিতিতে ওই প্রতিবন্ধীকে নিজের বাড়িতে নিয়ে যান কৃষক মোশারফ হোসেন। ছেলেটিকে তাদের বাড়িতে নেয়ার পর সকলেই তাকে মাহমুদ বলে ডাকে। মাহমুদের বয়স আনুমানিক ৩২ বছর। সে কথা বলতে না পারলেও কানে শুনতে পায় বলে তারা জানান। সে ইশারায় জানায়, তার মা মারা গেছেন তবে বাবা এখনও বেঁচে আছেন। মা-বাবার কথা বলতেই মাহমুদের দু’চোখ দিয়ে অঝোরে অশ্রু ঝরে। কী তার পরিচয় আর কোথায় তার বাড়ি তা কেউ জানে না। মোশারফ হোসেন জানান, গত ভাদ্র মাসের শেষ মঙ্গলবার সে আমাদের গ্রামে আসে। কোন কথা বলতে পারে না, সবকিছু ইশারা করে সে বোঝানোর চেষ্টা করে। একপর্যায়ে তাকে আমি নিজের বাড়িতে নিয়ে আসি। সে এখন আমার পরিবারের সদস্য হয়ে গেছে। তাকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছি। মাঝে মাঝে সে বাড়ি থেকে কোথায় চলে যায় আবার আপন মনে রাতে ফিরে আসে। প্রতিবন্ধী হলেও তার স্মরণশক্তি আছে বলে তিনি জানান। তার আপনজন কেউ থাকলে এই নম্বরে ০১৭১২৪০৫৬৫৫ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
×