ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাবিতে জঙ্গী বিরোধী ‘এন্তারনেট’ নাটকের ষষ্ঠ প্রদর্শনী

প্রকাশিত: ০৪:০১, ৭ মার্চ ২০১৭

রাবিতে জঙ্গী বিরোধী ‘এন্তারনেট’ নাটকের ষষ্ঠ প্রদর্শনী

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জঙ্গী বিরোধী ‘এন্তারনেট’ নাটকের ষষ্ঠ প্রদর্শনী সোমবার সন্ধ্যাায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মঞ্চস্থ হয়। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিকের রচনা ও নির্দেশনায় রাবির ঐতিহ্যবাহী নাট্য সংগঠন অনুশীলন নাটকটির মঞ্চায়ন করে। এটি অনুশীলনের ৬০তম প্রযোজনা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নাজমুন নাহার সাথী, তানজিদা নাহার জুঁই, খাইরুল ইসলাম, তানভির অর্ক, মিজানুর রহমান, রায়হান উদ্দিন, শাহ্রিয়ার তারেক, স্বাধীন, মইনুল ইসলাম, মানিক, রাসেল, অনিক মাসুদ প্রমুখ। অনুশীলন নাট্যদলের আহ্বায়ক তানজিদা নাহার জুঁই জানান, সাধারণ পরিবারের সদস্যদের, বিশেষ করে যুব মানসের ওপর বর্তমান রাষ্ট্র রাজনীতি, শিক্ষা সংস্কৃতি ও সামাজিক পারিবারিক ব্যবস্থা, আধুনিক যোগাযোগ প্রযুক্তি এবং দেশী-বিদেশী নানা স্বার্থবাদী কর্মকা- কীভাবে অভিঘাত ও বৈষম্য সৃষ্টি করতে পারে, তার কিছু নমুনা উঠে এসেছে নাটকের খ-চিত্রে। চেষ্টা করা হয়েছে বাংলা নাট্যের নিজস্ব রীতির সঙ্গে আধুনিক নাট্য আঙ্গিকের মিশ্রণ ঘটানোর।
×