ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজীবন অভিনয় করতে চাই ॥ জলি

প্রকাশিত: ০৪:০০, ৭ মার্চ ২০১৭

আজীবন অভিনয় করতে চাই ॥ জলি

চিত্রনায়িকা জলি। ছোটবেলা থেকেই অভিনয় করার স্বপ্ন। ‘অঙ্গার’ চলচ্চিত্রের মাধ্যমে দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। দ্বিতীয় চলচ্চিত্র ‘নিয়তি’ নিয়েও আলোচনায় এসেছেন। আগামী ১০ মার্চ মুক্তি পাচ্ছে তার তৃতীয় চলচ্চিত্র ‘মেয়েটি এখন কোথায় যাবে’। এ নিয়ে তার সঙ্গে কথা হয়। আপনার তৃতীয় চলচ্চিত্র মুক্তি পাচ্ছে অনুভূতি কেমন? জলি ॥ অসম্ভব ভাল লাগছে। অনেক কষ্ট করে কাজটি করেছি, খুব মজা করেছি। সঙ্গে সঙ্গে ভয়ও করছে। এতে নারীদের কথাই বেশি উঠে এসেছে। ইমদাদুল হক মিলন স্যারের উপন্যাস নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অভিনেতা ও পরিচালক নাদের চৌধুরী। প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। এখন ফল কেমন আসবে দেখা যাবে মুক্তির পর। চলচ্চিত্রে আপনার চরিত্র কেমন? জলি ॥ এর কেন্দ্রীয় চরিত্র কৃষ্ণকলির ভূমিকায় আমি অভিনয় করেছি। আমার বিপরীতে আছেন শাহরিয়াজ। আমি হিন্দু পরিবারের একটি মেয়ে আর শাহরিয়াজের চরিত্রের নাম রানা। সে মুসলমান পরিবারের ছেলে। আমার জন্য বিষয়টি একেবারেই নতুন। দর্শক কেন দেখবে এই চলচ্চিত্রটি? জলি ॥ প্রেম, বিচ্ছেদ, ধর্ম মোটামুটি সমাজের একটি চিত্র উঠে এসেছে এতে। এত নারীর উপর প্রেসারক্রিয়েটের বিষয়টাও আছে। সব মিলিয়ে পরিবার নিয়ে দেখার মতো একটি চলচ্চিত্র ‘মেয়েটি এখন কোথায় যাবে’। এ কারণেই বলছি দর্শকের চলচ্চিত্রটি দেখা উচিত। এই চলচ্চিত্রে কাজ করতে গিয়ে আপনার অভিজ্ঞতার কথা বলুন। জলি ॥ অনেক চ্যালেঞ্জিং একটা চরিত্র আমার। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, রাইসুল ইসলাম আসাদ স্যারের মতো শক্তিশালী অভিনেতারা। সবার সঙ্গে অভিনয়ের ভারসাম্য ঠিক রাখতে হয়েছে। বলতে পারেন অনেক কিছুই শিখেছি। সাহিত্য নির্ভর চলচ্চিত্রে কাজের বিষয়ে আপনার বক্তব্য কি? জলি ॥ আমার কাছে সব মুভিই বাণিজ্যিক মনে হয়। যখন প্রথম জানলাম ইমদাদুল হক মিলন স্যারের উপন্যাস অবলম্বনে এটি তৈরি হবে, তখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছি। এতে অভিনয়ের জায়গা বেশি ছিল। বাংলা চলচ্চিত্রে নিজেকে কোন অবস্থানে দেখতে চান? জলি ॥ আমি সব থেকে উপরে দেখতে চাই। আজীবন অভিনয় করতে চাই। তত বড় হতে পারব কিনা জানি না। আমি তো জীবনের শেষ দিনটিতেও অভিনয় করতে চাই। আমার অভিনয় যেন দর্শকের ভাল লাগে সে জন্য আমি অভিনয়ের পাশাপাশি ফাইট এবং ড্যান্সও শিখেছি। আমি কাজ দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিতে চাই। অভিনয়ে আসার প্রথম দিকের কথা বলুন। জলি ॥ আমি ছোটবেলায় নাচ করতাম। আমার সব সময়ই ইচ্ছা ছিল, চলচ্চিত্রের নায়িকা হব। কিন্তু আব্বু একদমই পছন্দ করেন না। অনেক চেষ্টা করে হাল ছেড়ে দিলাম। একসময় মা আমার পাশে এসে দাঁড়ালে আবারও চেষ্টা শুরু করি। একদিন দেখলাম, জাজের জন্য নতুন নায়িকা নেয়া হবে। ছবি দিলাম। ছবি দেখে জাজের কর্ণধার আজিজ ভাই পছন্দ করলেন। এর পর নিজেকে নায়িকা হিসেবে তৈরি করার চেষ্টা শুরু করলাম। চলচ্চিত্রে কাজ করার জন্য আব্বু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। চার মাস খালার বাড়িতে ছিলাম। আমার কোন ছবি এখনও আমার আব্বু দেখে নাই। যদিও আব্বু আমাকে খুব ভালবাসে। এখন অবশ্য বাসায় সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। সবার মন জুগিয়ে কাজ করতে পারছি। -গৌতম পাণ্ডে
×