ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধবিধ্বস্ত শহর ছেড়ে পালিয়েছে ৬৬ হাজার সিরীয়

প্রকাশিত: ০৩:৫৭, ৭ মার্চ ২০১৭

যুদ্ধবিধ্বস্ত শহর ছেড়ে পালিয়েছে ৬৬ হাজার সিরীয়

সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত উত্তরাঞ্চলে দুই রণাঙ্গনে লড়াইয়ে মোট ৬৬ হাজার লোক গৃহচ্যুত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সমন্বয় সংস্থা (ওসিএইচএ) রবিবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। ওসিএইচএ বলেছে, আলেপ্পো প্রদেশে আল বাব শহর ও পার্শ্ববর্তী তাদুফ শহর থেকে প্রায় ৪০ হাজার লোক এবং আল বাবের পূর্বাঞ্চল থেকে ২৬ হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। কয়েক মাস লড়াইয়ের পর তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা ২৩ ফেব্রুয়ারি ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের কাছ থেকে আল বাব দখল করে নেয়। সংস্থা বলেছে, এ শহরে গৃহচ্যুত ৩৯ হাজার ৭৬৬ জন অন্যান্য বিদ্রোহী বাহিনী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে পালিয়ে গেছে। অবিস্ফোরিত বোমার উচ্চমাত্রার দূষণ এবং হটে যাওয়া জিহাদীদের পেতে রাখা লুকানো বোমার জন্য তাদের ফিরে যাওয়ার চেষ্টা জটিল হয়ে উঠছে। সংস্থা বলেছে, ২৫ ফেব্রুয়ারির পর আল বাবের পূর্বাঞ্চল থেকে সহিংসতা থেকে বাঁচতে আরও ২৬ হাজার লোক পালিয়ে গেছে। এ অঞ্চলে সিরীয় সরকারী বাহিনীও আইএসের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়াল ডেমোক্র্যাটিক ফোর্সেস নিয়ন্ত্রিত মানবিজ শহরের আশপাশের এলাকাগুলোতে আশ্রয় নিয়েছে তাদের অনেকেই। মানবাধিকার পর্যবেক্ষণ গ্রুপ বলেছে, সরকারী বাহিনী ও আইএস জিহাদীদের মধ্যে লড়াইয়ে গৃহচ্যুত হয়েছে আরও ৩০ হাজার মানুষ। কেনিয়ায় সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা নিহত কেনিয়ায় সাবেক এক ব্রিটিশ সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দেশটির পুলিশ একথা জানিয়েছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, রবিবার লাইকিপিয়ায় মেষপালকরা ট্রিসটান ভুরস্পুই নামের ওই সেনাকে হত্যা করেছে। চলমান খরার মধ্যে বেপরোয়া পশুপালকরা ওই এলাকার চারণভূমি দখলের জন্য পশুর খোয়াড়গুলোতে হামলা চালালে এ ঘটনা ঘটে। খবর এএফপির। ভুরস্পুই বিলাসবহুল অফবিট সাফারি কোম্পানির একজন জমি পরিদর্শক। লাইকিপিয়া ফার্মার্স এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মার্টিন ইভানস বলেন, একটি লজ পরিদর্শন করার সময় ভুরস্পুই নিহত হন। ‘ভূমিদস্যুরা’ লজটিতে আগুন ধরিয়ে দেয়।
×