ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন শিশুকে যৌন নিপীড়নের প্রমাণ মিলেছে

প্রকাশিত: ০৮:৫০, ৬ মার্চ ২০১৭

তিন শিশুকে যৌন  নিপীড়নের প্রমাণ মিলেছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরের কুর্মিটোলা বিহারী ক্যাম্পে তিনশিশু যৌন নিপীড়নের শিকার হওয়ার প্রমাণ মিলেছে। যমজ বোনসহ এই তিন শিশুর ফরেনসিক টেস্ট শেষে রবিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) ডাক্তার মোছা. আফরোজা এ তথ্য জানিয়েছেন। এই তিন শিশুকে গত ৩ ফেব্রুয়ারি মারাত্মক আহত অবস্থায় ওসিসিতে আনা হয়। ঘটনার দিন থেকে তারা ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রয়েছে। চিকিৎসক মোছা. আফরোজা জানান, রবিবার তিন শিশুর ফরেনসিক টেস্ট সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে তাদের ওপর যৌন নিপীড়নের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় শিশুদের বাবা দাবি করেন, থানায় অভিযোগ করা হলেও সেখান থেকে কোন কপি তাদের দেয়া হয়নি। ওসিসি থেকেও বারবার অভিযোগের কপি চাওয়া হচ্ছে। চিকিৎসকরা তাকে জানিয়েছেন, তার এক মেয়ের শারীরিক অবস্থা খারাপ। আজকে (রবিবার) টেস্ট করানো হয়েছে। ওসিসিতে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, একজনের অবস্থা ভয়াবহ। শিশুদের জ্ঞান আছে, শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। তাদের মামলাটি তদারকিতে ওসিসি ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, শিশুদের অভিভাবক পল্লবী থানায় গিয়ে মামলা করেছেন। এদিকে মামলার আসামি ইকবালকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আব্দুল হালিম বলেন, ফরেনসিক টেস্ট হয়েছে কিনা জানি না। তবে রিপোর্ট হাতে পেলেই মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে। আসামি এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। গত ২ ফেব্রুয়ারি চটপটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে যমজ বোনসহ তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে স্থানীয় চটপটি বিক্রেতা ইকবালের বিরুদ্ধে। রাতে পল্লবী থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করার পর শুক্রবার তিন শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
×