ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হেফাজত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট

প্রকাশিত: ০৮:৪৯, ৬ মার্চ ২০১৭

হেফাজত নেতাসহ  ২৫ জনের বিরুদ্ধে  ওয়ারেন্ট

কোর্ট রিপোর্টার ॥ বিস্ফোরক আইনের মামলায় হেফাজতে ইসলামের নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার ঢাকার মহানগর দায়রা জজ মোঃ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। নেতাদের মধ্যে আছেন খেলাফত মজলিসের আমির মাওলানা ইসহাক ও নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মোঃ ওয়াক্কাস, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ, নেজামে ইসলাম বাংলাদেশের সভাপতি আবদুর রাকিব, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, মহাসচিব মুফতি মোঃ ফয়জুল্লাহ প্রমুখ। ওই আদালতের সরকারী কৌঁসুলি তাপস কুমার পাল বলেছেন, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের দিকে মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। পুলিশের ওপর বোমা ও ককটেল নিক্ষেপ, লেগুনায় অগ্নিসংযোগসহ নানা নাশকতা চালান আসামিরা। এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি শাহবাগ থানায় বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ। তদন্ত শেষে গত বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গতকাল সেই অভিযোগপত্র আমলে নিয়ে আদালত পলাতক ২৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয়। আগামী ৬ এপ্রিল এই ২৫ জনকে গ্রেফতার করা গেল কী গেল না, এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেয়া হয়েছে।
×