ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুশীল সমাজ ও গণমাধ্যমের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৮:৩৫, ৬ মার্চ ২০১৭

 সুশীল সমাজ ও গণমাধ্যমের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মানহীন ক্লিনিক ও মেডিক্যাল কলেজের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে দেশের সুশীল সমাজ ও গণমাধ্যমের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, স্বাস্থ্য সেবা নিয়ে অতিরিক্ত বাণিজ্য কখনই গ্রহণযোগ্য না। নিয়মনীতি না মেনে ক্লিনিক ও মেডিক্যাল কলেজ পরিচালনা করলে অনুমোদন বাতিল করতে সরকার বাধ্য হবে। ইতোমধ্যে চারটি বেসরকারী মেডিক্যাল কলেজের চলমান শিক্ষাবর্ষে ভর্তি স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত বাকি কলেজগুলোর জন্য সতর্কবার্তা। একবার অনুমোদন পেয়ে গেছে বলে নীতিমালা মানবে না তা হতে পারে না। রবিবার রাজধানীতে ‘প্রথম আলো’ কার্যালয়ে ‘সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা’ গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, প্রথম আলো ও ব্র্যাক যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক শাহ-আলমগীর, অর্থ মন্ত্রণালয়, বিশ^ ব্যাংক, ইউএসএইড, ব্র্যাক-এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের দেশে সীমিত সম্পদ নিয়ে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা দুরূহ। সরকারী হাসপাতালে শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী আসলেও ফেরত দেয়া হয় না। চিকিৎসক ও নার্সরা বাড়তি চাপ নিয়ে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করছেন। গ্রামের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলো থেকে মানুষ আধুনিক চিকিৎসা গ্রহণ করতে পারছে। টাঙ্গাইলের তিন উপজেলায় অতি দরিদ্রদের জন্য ‘শেখ হাসিনা হেলথ কার্ড’ বিতরণের মাধ্যমে বিনামূল্যে ৫০টি রোগের চিকিৎসার পাইলট প্রকল্পের কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, সারাদেশে এই কর্মসূচী ছড়িয়ে দিয়ে সব অঞ্চলের অতি দরিদ্রদের বিনামূল্যে ৫০ রোগের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ নাসিম বলেন, সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে হলে মাঠ পর্যায়ের চিকিৎসক, নার্সসহ সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের জনগণের দোরগোড়ায় সহজে কম খরচে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যে কর্মসূচী হাতে নিয়েছে তা সফল করতে সকলকেই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
×