ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএনপিকে জামায়াত ছাড়তে হবে কেন ॥ গয়েশ্বর

প্রকাশিত: ০৮:৩৪, ৬ মার্চ ২০১৭

বিএনপিকে জামায়াত  ছাড়তে হবে  কেন ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ সরকারী দলের পক্ষ থেকে বিএনপিকে জামায়াত ছাড়ার কথা বলে বিভিন্ন সময়ে দেয়া বক্তব্য খ-ন করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির জামায়াত ছাড়তে হবে কেন? জামায়াতের তো নিবন্ধনই নেই, আমরা তাদের ছাড়লেই কী না ছাড়লেই কী। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলানায়তনে মহান স্বাধীনতা দিসব উপলক্ষে ‘জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ’ নামক একটি সংগঠন আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯৯৬ সালে জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করেছে উল্লেখ করে গয়েশ্বর বলেন, এটা আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল। আর আমরা যখন জামায়াতকে নিয়ে ভোট করি, মিছিল-আন্দোলন করি তখন বিএনপি হয়ে যায় রাজাকার। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে বিএনপি যাবে না মন্তব্য করে গয়েশ্বর বলেন, নির্বাচনে না গেলে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে ক্ষমতাসীন দলের নেতারা যে ধরনের হুমকি দিচ্ছেন তা কাজে আসবে না। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের এই আন্দোলন, শুধু ক্ষমতায় যাওয়াটা আমাদের লক্ষ্য নয়। আমি স্পষ্টভাষায় বলছি, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করব তবুও শেখ হাসিনার অধীনে নির্বাচন করব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি ইঙ্গিত করে গয়েশ্বর রায় বলেন, আমাদের কিছু কিছু আইনজীবী ফর্মুলা দেন, জেল হবে, জামিনাও হবে, আবার নির্বাচনও হবে। তাদের বলব, এই সব ফর্মুলা দেয়া বন্ধ রাখেন। কিসের জেল, কি কারণে জেল? ‘যাদের ফাঁসি হওয়ার কথা তারা রাষ্ট্র চালায়, আর আমরা কোন অপরাধ না করে আমাদের নেত্রীর জেল হবে। এতই সহজ নাকি বাংলাদেশটা, আমরা কী সব মরে গেছি নাকি?’ গয়েশ্বর বলেন ক্ষমতাসীনরা বলছে, আমাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। যে লাইসেন্সে কাজ করতে পারব না, সেই লাইসেন্স থাকলেই কী আর না থাকলেই কী? সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা বলতে চাই, নিবন্ধন বাতিল করলেন, ওসব জুজুর ভয় দেখাবেন না। তবে আপনাদের রাজনীতি যে জনগণের মন থেকে বাতিল হয়ে গেছে, এ ব্যাপারে কোন সন্দেহ নাই। নির্বাচনী এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে- রিজভী ॥ আজ সোমবার দেশের যেসব উপজেলা পরিষদে নির্বাচন হবে সেসব এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ও সমর্থকদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, প্রচারে বাধা ও হুমকি-ধমকিতে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বাসভবন রাঙ্গাবালী উপজেলা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। নিজ এলাকায় যেখানে নির্বাচনী সহিংসতা বন্ধে সিইসি ব্যর্থ সেখানে কীভাবে সারাদেশের নির্বাচন তিনি বা তার কমিশন নিয়ন্ত্রণ করবেন সেটাই এখন বড় প্রশ্ন। তাহলে বিএনপি কেন নির্বাচনে যাচ্ছে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। সেই গণতন্ত্রের পথ সম্প্রসারিত করতেই আমরা স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছি।
×