ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৬ বছরে মোবাইল কোম্পানিগুলো থেকে রাজস্ব আদায় সাড়ে ২৪ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৮:০৯, ৬ মার্চ ২০১৭

১৬ বছরে মোবাইল  কোম্পানিগুলো থেকে রাজস্ব আদায়  সাড়ে ২৪  হাজার কোটি টাকা

সংসদ রিপোর্টার ॥ গত ১৬ বছরে মোবাইল কোম্পানিগুলো থেকে সরকার মোট ২৪ হাজার ৫৯৬ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব পেয়েছে। এর মধ্যে গ্রামীণফোন সর্বাধিক ১১ হাজার ৩৬০ কোটি টাকা রাজস্ব জমা দিয়েছে। রবিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের লিখিত জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ তথ্য জানান। প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী ২০০০ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত দেয়া মোবাইল কোম্পানিগুলোর রাজস্বের পরিমাণ তুলে ধরেন। সেই তথ্য অনুযায়ী গত ১৬ বছরে গ্রামীণফোন থেকে ১১ হাজার ৩৬০ কোটি ৪৮ লাখ টাকা, রবি আাজিয়াটা থেকে ৫ হাজার ২৭৩ কোটি ৭৩ লাখ টাকা, বাংলালিংক থেকে ৫ হাজার ২০৮ কোটি ৩ লাখ টাকা, এয়ারটেল থেকে ১ হাজার ৫৯৫ কোটি ৬৯ লাখ টাকা, টেলিটক থেকে ৪৬০ কোটি ৯৮ লাখ টাকা এবং সিটিসেল থেকে ৬৯৭ কোটি ৫০ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। তিনি জানান, চলতি অর্থবছরে দেশের মোবাইল কোম্পানিগুলোর কাছ থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা এক হাজার ৫৮২ কোটি ৮৯ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, আইটিইউ (ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন)-এর সহযোগিতায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মোবাইল ফোনের কলরেট সর্বনি¤œ ২৫ পয়সা/মিনিট হতে সর্বোচ্চ ২ টাকা/মিনিট নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতামূলক মার্কেটে মোবাইল কোম্পানিগুলো নির্ধারিত এই কল রেটের মধ্যেই তাদের ব্যবসা পরিচালনা করে। তিনি জানান, পার্শ্ববর্তী দেশসমূহের তুলনায় এটি যথেষ্ট কম বলে বিবেচিত। ভবিষ্যতে প্রয়োজনের আলোকে মোবাইল ফোনের কলরেট পুনঃনির্ধারণ করা যেতে পারে। বেগম হোসনে আরা লুৎফা ডালিয়ার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, দেশের আর্থ-সামাজিক ও টেকসই উন্নয়নে টেলিযোগাযোগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। আধুনিক টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা বাংলাদেশের অধিকাংশ মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছে। সরকারী দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত দেশের ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৬৭ লাখ। জনগণের দোরগোড়ায় সুলভমূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইন্টারনেটের মূল্য ১৮ হাজার টাকা হতে ৬ ধাপে প্রায় ৯৫ ভাগ কমিয়ে বর্তমানে প্রতি মেগাবাইট মাসিক চার্জ সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনি¤œ ৩৬০ টাকা ধার্য করা হয়েছে।
×