ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলায় ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত ॥ ১ শিশু নিহত

প্রকাশিত: ০৮:০০, ৬ মার্চ ২০১৭

ভোলায় ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত ॥ ১ শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৫ মার্চ ॥ সদর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে দুটি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে এক শিশু নিহত এবং আহত হয়েছে অন্তত পাঁচজন। রবিবার বিকেলে কালাসুরা ও দরিরাম শংকর গ্রামে এ ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে বহু গাছপালাও ভেঙ্গে পড়ে। সদর উপজেলার পশ্চিম ইলিশার ৮নং ওয়ার্ডের দক্ষিণ চরপাতা গ্রামে ঝড়ে ঘরের টিনের চালা পড়ে রাজিব (১৩) নামে এক শিশু গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার দিকে সে মারা যায়। নাছির মাঝি এলাকার বাসিন্দা পল্লী চিকিৎসক মহিউদ্দিন জানান, ঝড়ে একটি মাদ্রাসা, ব্র্যাক স্কুলসহ বহু ঘর বিধ্বস্ত হয়েছে। বজ্রপাতে গৃহবধূর মৃত্যু ॥ স্টাফ রিপোর্টার জানান, বরিশালের মেহেন্দিগঞ্জের শ্রীপুর গ্রামে রবিবার বিকেল চারটায় মক্তবে পড়তে গিয়ে ঝড়ের কবলে পড়ে ১৫ শিশু আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক বসতি ঘর। একই সময় আগৈলঝাড়ার বাহাদুরপুর গ্রামে বজ্রপাতে মলিনা গাইন (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। জানা যায়, আকস্মিক ঝড়ের কারণে দমকা বাতাস ও বৃষ্টি শুরু হয়। এসময় মাঈনুদ্দিন মল্লিকের বাড়ির মক্তবে শিশুরা আরবি পড়ছিল। দমকা বাতাসে মক্তবের চালা ভেঙ্গে পড়ায় ১৫ শিশু আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
×