ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে এইচটি ইমামের মতবিনিময়, সদর আসনেও দলীয় প্রার্থী দেয়ার দাবি

সংসদ সদস্যদের বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মীদের নানা অভিযোগ

প্রকাশিত: ০৫:৪১, ৬ মার্চ ২০১৭

সংসদ সদস্যদের বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মীদের নানা অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের সঙ্গে মতবিনিময় সভায় রাজশাহীর দলীয় এমপিদের বিষোদগার করেছেন আওয়ামী লীগের স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। এ সময় তৃণমূলের নেতাকর্মীরা আগামী নির্বাচনে রাজশাহী সদর আসনেও দলীয় প্রার্থী মনোনয়নের দাবি জানান। শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত রাজশাহী সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। মতবিনিময়ে জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। তারা দলের অভ্যন্তরের নানা অভিযোগ তুলে ধরেন। এ সময় তৃণমূল কর্মীদের উদ্দেশে বিভিন্ন পরামর্শ দিয়ে বলেন, বিএনপি ঘাপটি মেরে আছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে। মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এইচটি ইমাম বলেন, আমাদের সামনে এবার অনেক বড় লড়াই আছে। যে লড়াই বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই। আগে আমি বলতাম যে, আমাদের বাঁচার লড়াই। কিন্তু এবারে শুধু বাঁচার লড়াই না। এবার বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই। তাই নিজেদের মধ্যে যা বিবাদ আছে তা নিষ্পত্তি করে ফেলুন। ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে থেকেই নেতা ঠিক করে রাখেন। তৃণমূলের মতামত যখন নেয়া হবে তখন যেন খুব সহজে নেতা নির্বাচন করা যায়। নিজেদের মধ্যেই ঠিক করুন কে কোথায় নির্বাচন করবেন। মনে রাখবেন সবার আগে দেশ বড়, দেশের পরে দল বড় আর দলের পরে নেত্রী বড়। আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে বিজয় ছিনিয়ে আনব। দলীয় নেতাকর্মীদের মুখে রাজশাহীর রাজনৈতিক অবস্থার কথা শুনে এইচটি ইমাম বলেন, লড়াই করতে হলে শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। যেটা এখানে নেই। তাই শৃঙ্খলার মধ্যে থেকে নির্বাচনের লড়াইয়ের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। এর আগে মতবিনিময়ে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে দল থেকে প্রার্থী করার দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। একইসঙ্গে রাজশাহীর ছয় সংসদ সদস্যের বিরুদ্ধে বিষোদগার করে দলের তৃণমূলের মতামতের ভিত্তিতে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়ারও দাবি জানান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের কাছে এ দাবি জানান তারা। তবে এ মতবিনিময়কালে রাজশাহীর সংসদ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন না। আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য প্রফেসর আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার সরকার, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী তাদের বক্তব্যে সদর আসনে আগামী দিনে এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান। এছাড়াও রাজশাহীর ছয়টি আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে বিষোদগার করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেয়ার দাবি জানান নেতাকর্মীরা। তারা বলেন, আওয়ামী লীগ ও সংসদ সদস্য গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। কোন পক্ষ কারো কথা শুনে না। সংসদ সদস্যদের সঙ্গে তৃণমূল নেতাদের কোন সমন্বয় নেই। ফলে রাজশাহী আওয়ামী লীগের মধ্যে বিশৃঙ্খলা বিরাজ করছে। এ অবস্থা থাকলে আগামী নির্বাচনে জয়ী হওয়া কঠিন হবে বলেও মন্তব্য করেন তারা। মতবিনিময়কালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহসভাপতি মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল।
×