ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাজনীন ধর্ষণ ও হত্যা মামলায় শহীদের ফাঁসি বহাল

প্রকাশিত: ০৫:৪০, ৬ মার্চ ২০১৭

শাজনীন ধর্ষণ ও হত্যা মামলায় শহীদের ফাঁসি বহাল

স্টাফ রিপোর্টার ॥ দেড়যুগ আগে গুলশানের নিজ বাড়িতে শাজনীন তাসনিম রহমানকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি শহীদুল ইসলামের (শহীদ) ফাঁসি বহাল রয়েছে।সর্বোচ্চ আদালতের দেয়া মৃত্যুদ-াদেশের রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) শহীদের করা আবেদন খারিজ হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপীল বিভাগ। অন্যদিকে অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক শওকত আজিজ রাসেলের জামিন আদেশ বহাল রেখেছেন আপীল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট আপীল বিভাগ এ আদেশগুলো প্রদান করেছেন। ট্রান্সকম গ্রুপের মালিক লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম রহমানকে হত্যার দায়ে আসামি শহীদুল ইসলামের মৃত্যুদ-ের রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করেছে আপীল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপীল বেঞ্চ রবিবার শুনানি শেষে এই আদেশ দেয়। ১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে গুলশানে লতিফুর রহমানের বাড়িতে খুন হন তার মেয়ে শাজনীন তাসনিম রহমান। শাজনীন তখন ঢাকার স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। আর শহীদ ছিলেন ওই বাড়ির পরিচারক। আসামিদের মধ্যে কেবল শহীদের মৃত্যুদ- বহাল রাখা হয়; বাকি চারজন খালাস পান। হাইকোর্টের আদেশ বহাল ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপীল বিভাগ। এই আদেশের ফলে মেয়র পদের দায়িত্ব পালনে বুলবুলের আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এ সংক্রান্ত আবেদন শুনানি করে রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপীল বিভাগ এ রায় দেন। আদালতে বুলবুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন আইনজীবী আমিনুল হক হেলাল ও হাসান আরিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। জামিন আদেশ বহাল ॥ অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক শওকত আজিজ রাসেলের জামিন আদেশ বহাল রেখেছেন আপীল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে রবিবার তিন সদস্যের আপীল বেঞ্চ এ রায় দেন। শওকত আজিজের পক্ষে এদিন শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। এর আগে হাইকোর্ট শওকত আজিজ রাসেলের তিনমাসের জামিন আবেদন মঞ্জুর করেন। এর বিরুদ্ধে আপীল বিভাগে আবেদন করে দুদক।
×