ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ল্যানিংয়ের বিশ্ব রেকর্ড

প্রকাশিত: ০৫:০৫, ৬ মার্চ ২০১৭

ল্যানিংয়ের বিশ্ব রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব নারী ক্রিকেটে অনন্য এক রেকর্ডের মালিক হলেন অস্ট্রেলিয়ান তারকা মেগ ল্যানিং। দেশটির প্রমীলা অধিনায়ক নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক ইনংস খেলে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন। এ নিয়ে ১০টি সেঞ্চুরি হলো ডানহাতি এ ব্যাটারের। ১১১ বলে ল্যানিংয়ে সেঞ্চুরিটি কিউইদের বিপক্ষে জয়েরও পথ দেখায়। ২৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটের সহজ জয় পায় অসি নারীরা। ফলে তিন ম্যাচ সিরিজে ২-১ এর ব্যবধানে জিতে নেয় তারা। ১১৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ১০৪ রানে অপরাজিত থাকেন ল্যানিং। ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার শার্লট এ্যাডওয়ার্ডসকে পেছনে ফেলে নতুন এই রেকর্ড গড়েন তিনি। ওয়ানডেতে শার্লটের সেঞ্চুরি ৯টি। ২০১৬ সালে অবসর নেয়া ইংলিশ তারকা তার নয়টি সেঞ্চুরির জন্য ১৮০টি ম্যাচ খেলেন। ল্যানিং এ পর্যন্ত ৫২.৩৭ গড়ে ৫৭ ম্যাচেই ১০টি সেঞ্চুরি হাঁকালেন। লিপজিগের সঙ্গে ব্যবধান আরও বাড়াল বেয়ার্ন স্পোর্টস রিপোর্টার ॥ এবার জার্মান বুন্দেসলিগার শুরু থেকেই দুরন্ত আরবি লিপজিগ। সবাইকে বিস্মিত করে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান ধরে রেখেছে তারা। কিন্তু বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ ঠিকই এগিয়ে গেছে। আর ধীরে ধীরে বাড়ছে সেই ব্যবধানটা। শনিবার রাতে এফসি কোলনকে ৩-০ গোলে হারিয়ে লিপজিগের সঙ্গে ব্যবধান ৭ পয়েন্টে নিয়ে গেছে বাভারিয়ানরা। অবশ্য এটাকে চ্যাম্পিয়ন্স লীগের প্রস্তুতি হিসেবেই মনে করছে বেয়ার্ন শিবির। মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লীগের দল আর্সেনালের বিরুদ্ধে মুখোমুখি হবে শেষ ষোলোর দ্বিতীয় লেগে। প্রথম লেগে ৫-১ গোলে আর্সেনালকে বিধ্বস্ত করা বেয়ার্ন আত্মবিশ্বাসী কোয়ার্টারে ওঠার ব্যাপারে। এমনটাই জানিয়েছেন দলের ফরাসী মিডফিল্ডার ফ্র্যাঙ্ক রিবেরি। স্পেনের জাভি মার্টিনেজ ও জুয়ান বারনাট গোল করে এগিয়ে দিয়েছিলেন বেয়ার্নকে। ৯০ মিনিটের সময় রিবেরি বদলি হিসেবে নেমে তৃতীয় গোলটা করেন। ৩৩ বছর বয়সী এ লেফট উইঙ্গার ডগলাস কোস্টার বদলি হিসেবে নেমেছিলেন। ফলে বড় জয় নিয়েই সন্তুষ্টিতে মাঠ ছাড়ে বেয়ার্ন। একই রাতে লিপজিগ ২-২ গোলে হতাশার ড্র করে অগসবার্গের সঙ্গে। ফলে বেয়ার্নের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান আরও বেড়ে যায়। ২৩ ম্যাচে বেয়ার্নের পয়েন্ট এখন ৫৬ আর দ্বিতীয় স্থানে থাকা লিপজিগের পয়েন্ট সমান ম্যাচে ৪৯। এবার আর্সেনালের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াই চ্যাম্পিয়ন্স লীগে। অবশ্য প্রথম লেগে ৫-১ গোলে তাদের উড়িয়ে দিয়ে ইতোমধ্যেই এক পা কোয়ার্টারে দিয়েই রেখেছে বাভারিয়ানরা। আলিয়াঞ্জ এ্যারেনায় এখন তাই আলোচনাটা চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় লেগ নিয়ে। কোচ কার্লো আনচেলত্তি এ বিষয়ে বলেন, ‘আমরা খুব খুশি। ওটা আমাদের জন্য মহা গুরুত্বপূর্ণ একটা ফলাফল।’ এবার লড়াইটা এমিরেটসে। আর্সেনালের বিরুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে থাকলেও এখন বেশ সতর্ক থাকতে চায় বেয়ার্ন। রিবেরি এ বিষয়ে বলেন, ‘এটা খুবই জরুরী একটা জয়। আর্সেনালের বিরুদ্ধে মঙ্গলবার নামার আগে এ জয়টা দরকার ছিল অনেক। আমাদের এভাবেই খেলে যেতে হবে।
×