ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথমদিনেই মজবুত অবস্থানে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল

প্রকাশিত: ০৫:০৫, ৬ মার্চ ২০১৭

প্রথমদিনেই মজবুত অবস্থানে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পঞ্চম আসরে এবার চারটি দলই অংশ নিচ্ছে। দলগুলোর মধ্যে ওয়ালটন মধ্যাঞ্চল আগেই শিরোপা রেস থেকে ছিটকে পড়েছে। ফাইনালে খেলার জন্য টিকে আছে তিনটি দলÑ বিসিবি উত্তরাঞ্চল, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। এ তিন দলের মধ্যে ষষ্ঠ ও শেষ রাউন্ডের প্রথমদিনে রবিবার উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল মজবুত অবস্থান গড়ে নিয়েছে। শ্রীলঙ্কার কলম্বোয় ১৫ মার্চ শুরু হওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশের শততম টেস্টে খেলা নিশ্চিত করা ইমরুল কায়েসের অর্ধশতকের (৫৭) পর মোহাম্মদ মিঠুনের অপরাজিত ১২৭ ও তুষার ইমরানের অপরাজিত ১০১ রানে প্রথমদিনেই মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৩২৫ রান করে ফেলেছে দক্ষিণাঞ্চল। আর পূর্বাঞ্চলের বিপক্ষে ফরহাদ হোসেনের ১০৮ রানের সঙ্গে জুনায়েদ সিদ্দিকীর ৮৪ রানে প্রথমদিনে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩০৫ রান করে ফেলেছে উত্তরাঞ্চল। এ মুুহূর্তে লীগে উত্তরাঞ্চল (১৯ পয়েন্ট) আছে সবচেয়ে সুবিধাজনক স্থানে। এরপর দক্ষিণাঞ্চল (১৩ পয়েন্ট) ও পূর্বাঞ্চল (১২) আছে। প্রথমদিনের অবস্থান যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তাহলে উত্তরাঞ্চলের ফাইনালে খেলা নিশ্চিতই বলা চলে। এখন দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যে কোন একটি দল ফাইনালে খেলবে, সেটিই যেন নিশ্চিত হওয়া বাকি। মধ্যাঞ্চল এবার লীগে নজর কাড়তে পারেনি। চতুর্থ রাউন্ড ছাড়া প্রতিটি রাউন্ডেই অন্ধকারে ডুবে থাকে দলটি। বিকেএসপি-৩ নম্বর মাঠে যখন শেষ রাউন্ডে খেলতে নেমেছে, তখনও একই অবস্থা হয়েছে। দক্ষিণাঞ্চল শুরু থেকেই দলটির ওপর জেঁকে বসেছে। দলের ৮৮ রানের সময় ফজলে মাহমুদ রাব্বি ও ১১২ রানের সময় ইমরুল আউট হলেও এরপর আর কোন উইকেট হারায়নি দক্ষিণাঞ্চল। মিঠুন ও তুষার মিলে তৃতীয় উইকেটে ২১৩ রানের অবিচ্ছিন্ন জুটিই গড়ে ফেলেছেন। আজ দ্বিতীয়দিনে এই দুইজনই দলকে আরও এগিয়ে নিতে ব্যাট হাতে নামবেন। দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালে খেলতে হলে দুই দলকেই ভাল ফল করে দেখাতে হবে। যে দল খারাপ করবে ফাইনালে খেলতে পারবে না। এমন ম্যাচে এসে ফতুল্লায় বিপাকেই পড়েছে পূর্বাঞ্চল। ১০ রানেই উত্তরাঞ্চলের প্রথম উইকেট তুলে নিতে পারলেও দ্বিতীয় উইকেটেই জুনায়েদ ও ফরহাদ মিলে ২০৪ রানের জুটি গড়ে ফেলেন। সেখানেই উত্তরাঞ্চল অনেকদূর এগিয়ে যায়। ২১৪ রানে গিয়ে ফরহাদকে থামান গেলেও কাজ হয়নি। রানের গতি এগিয়েই চলেছে। উইকেটও প্রথমদিনে উত্তরাঞ্চল হারিয়েছে ৫টি। তবে দিন শেষ হওয়ার আগে যে ৩০০ রানের বেশি করে ফেলেছে, সেখানে পূর্বাঞ্চল বিপদেও যেন পড়ে গেছে। আজ দ্বিতীয়দিনে নাজমুল হোসেন শান্ত (৩৩*) ও ধীমান ঘোষ (৪*) ব্যাট হাতে নামবেন। যদি উত্তরাঞ্চল আরও বড় স্কোর গড়ে ফেলে, তাহলে লীগের শিরোপা রেস থেকে পূর্বাঞ্চলও ছিটকে পড়বে বলাই যায়। স্কোর ॥ দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ- বিকেএসপি-৩ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ৩২৫/২; ৯০ ওভার (মিঠুন ১২৭*, তুষার ১০১*, ইমরুল ৫৭, রাব্বি ৩৯; মোশাররফ ১/৯১)। উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ-ফতুল্লা উত্তরাঞ্চল প্রথম ইনিংস ৩০৫/৫; ৯০ ওভার (ফরহাদ হোসেন ১০৮, জুনায়েদ ৮৪, নাসির ৪০, শান্ত ৩৩*, ধীমান ৪*; সাইফুদ্দিন ২/৪২)।
×