ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরি’এ লীগে নেপোলি-মিলানের জয়

প্রকাশিত: ০৫:০৪, ৬ মার্চ ২০১৭

সিরি’এ লীগে নেপোলি-মিলানের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে জয়ের দেখা পেয়েছে নেপোলি, সাম্পদোরিয়া এবং এসি মিলান। শনিবার নেপোলি ২-১ গোলে হারিয়েছে এস রোমাকে। আর নিজেদের মাঠে এসি মিলান ৩-১ গোলে জয় পেয়েছে চিয়েভোর বিপক্ষে। দিনের অন্য ম্যাচে সাম্পদোরিয়াও একই ব্যবধানে পরাজয়ের লজ্জা উপহার দেয় পেসকারাকে। গত কয়েক মৌসুম ধরেই ইতালিয়ান সিরি’এ লীগে এককভাবে রাজত্ব করছে জুভেন্টাস। তবে এই মৌসুমের শুরুটা খুব ভাল করতে পারেনি আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। শুরুর সেই ধাক্কা অবশ্য ক্রমেই সামলিয়ে উঠেছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। তবে তাদের সঙ্গে এবার শিরোপার লড়াইয়ে টিকে রয়েছে রোমাও। কিন্তু নেপোলির কাছে হারায় আবারও পিছিয়ে পড়ল রোমা। শনিবার ড্রায়েস মার্টেন্সের জোড়া গোলের সৌজন্যে রোমাঞ্চকর জয় নিয়েই মাঠ ছাড়ে নেপোলি। ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেন তিনি। প্রথমার্ধের ২৬ মিনিটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেয়ার পর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে করেন দ্বিতীয় গোল। রেফারির শেষ বাঁশি বাজানোর ঠিক এক মিনিট আগে রোমার হয়ে সান্ত¡নার একটি গোল করেন কেভিন স্ট্রোম্যান। রোমার বিপক্ষে সহজ জয়ের ফলে ২৭ ম্যাচ থেকে নেপোলির সংগ্রহে ৫৭ পয়েন্ট। অবস্থান লীগ টেবিলের তৃতীয়। সমান ম্যাচ থেকে রোমার সংগ্রহে ৫৯ পয়েন্ট। আর শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহে ৬৬ পয়েন্ট। রোমা-নেপোলির চেয়ে একটি ম্যাচ কম খেলেছে জুভেন্টাস।
×